শ্রীলঙ্কা: ১৭১
নিউজিল্যান্ড: ১৭২/৫ (২৩.২ ওভার)
বিশ্বকাপ ২০২৩-এর (World Cup 2023) নিজেদের শেষ লিগ ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে শ্রীলঙ্কা ১৭১ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচে টানা জয়ের পর টানা চার পরাজয়ের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এবার পঞ্চম জয় পেয়েছে কিউইরা। এই জয়ে তাদের নেট রান রেট ও সেমিফাইনালের আশা বেশ জোরালো হয়ে উঠেছে। কারণ পাকিস্তান ও আফগানিস্তান তাদের শেষ ম্যাচ জিতলেও তাদের নেট রান রেট খুবই কম।
পয়েন্ট টেবিলে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে এই দলগুলো। এবার এদিনের জয়ের পর নিউজিল্যান্ডও চার নম্বরে নিজেদের দাবি আরও জোরালো করেছে। তবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শেষ ম্যাচের আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে নেট রান রেটে উভয়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে কিউইরা।
নিউজিল্যান্ডের ইনিংসের আগের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড যদি ৩৫ ওভারের আগে এই ম্যাচ জিতে নেয়, তাহলে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে ৬ ওভারে ১২০ রান বা ৭ ওভারে ২০০ রান করতে হতে পারে। নিউজিল্যান্ড ২৩.২ ওভারে ম্যাচটি জিতে নিয়েছে। অর্থাৎ পাকিস্তানের পক্ষে এখন সেমিফাইনালে পৌঁছানো খুব কঠিন হতে চলেছে। এমনও হতে পারে যে পাকিস্তান তাদের শেষ ম্যাচ জিতেও ছিটকে যেতে পারে বিশ্বকাপ ২০২৩ থেকে। নিউজিল্যান্ডের নেট রান রেট ০.৯২২। যেখানে পাকিস্তানের স্কোর ০.০৩৬ এবং আফগানিস্তানের -০.৩৩৮।