Brendan Hamill: বসুন্ধরার সঙ্গে হার সম্পর্কে ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস মোহন-তারকার

এএফসি কাপের গত ম্যাচে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) কাছে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যারফলে, গ্রুপ টেবিলের শীর্ষস্থান থেকে…

Brendan Hamill

এএফসি কাপের গত ম্যাচে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) কাছে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যারফলে, গ্রুপ টেবিলের শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে কলকাতার এই প্রধান। বর্তমানে যা পরিস্থিতি তাতে সব ঠিকঠাক চললে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত চাপের মোহনবাগানের।

পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত প্রায় দুইটি করে ম্যাচ বাকি প্রত্যেক ফুটবল দলের। এক্ষেত্রে মোহনবাগান সুপারজায়ান্টস দলের পাশাপাশি বসুন্ধরা ফুটবল দল ও যদি নিজেদের দুইটি ম্যাচে জয় পায় তাহলে সেক্ষেত্রে পয়েন্টে ক্ষেত্রে সমান হবে দুই দেশের এই দুই দল। সেক্ষেত্রে হেড টু হেডের বিচারে অনায়াসেই পরের রাউন্ডে স্থান করে নেবে বসুন্ধরা কিংস ক্লাব। তাই এই পরিস্থিতিতে কিছুটা হলেও চিন্তার পরিবেশ দেখা দিয়েছে সকলের মধ্যে।

   

তবে গত ম্যাচের পরাজয়টা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মোহনবাগানের অজি তারকা ব্রান্ডন হ্যামিল (Brendan Hamill)। একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরবর্তীতে এএফসি কাপের এই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ম্যাচের শুরু থেকেই আমাদের দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করছিল। আমরা গোল পেয়ে এগিয়ে ও গিয়েছিলাম। তবে পরবর্তীতে আমাদের ভুল বোঝাবুঝির জন্য বসুন্ধরা দল এগিয়ে যায়। তাছাড়া এটা ওদের ঘরের মাঠ ছিল। তাই এক্ষেত্রে ওদের তরফ থেকে ও যে ম্যাচ জেতার জন্য বাড়তি সক্রিয়তা থাকবে সেটাই স্বাভাবিক । তবে মাঠ নিয়ে ও যথেষ্ট সমস্যা ছিল।

আসলে, এএফসি কাপের মতো বৃহৎ ফুটবল টুর্নামেন্টে এমন ধরনের মাঠ হয়ত আমরা কেউই আসা করিনি। যা নিয়ে আমরা প্রচন্ড হতাশ।
আসলে, এই ম্যাচে মাঠের পরিস্থিতি দেখে কার্যত হতাশ হতে হয়েছে সকলকে। মাঠের কোথাও ঘাসের অভাব তো কোথাও সব সমান দেখানোর জন্য করা হয়েছে সবুজ রং। যা দেখে অবাক হয়েছে সকলেই। আসলে, আগে থেকে এমন মাঠে খেলার অভিজ্ঞতা না থাকলে সফল হওয়া যে সম্ভব নয় তা বলাই চলে।