ফের কলকাতা লিগের ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মাঠে নাও নামতে পারে ভবানীপুর

গত মাসের শুরুর দিকেই সব দলকে টেক্কা দিয়ে কলকাতা লিগ (Calcutta League) জয় করেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। এবারের এই ট্রফি জয় করার ফলে কয়েক…

Bhawanipore FC

গত মাসের শুরুর দিকেই সব দলকে টেক্কা দিয়ে কলকাতা লিগ (Calcutta League) জয় করেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। এবারের এই ট্রফি জয় করার ফলে কয়েক দশক পর এক নাগাড়ে টানা তিনবার অর্থাৎ সিএফএল জয়ের হ্যাট্রিক করল রেড রোডের এই ফুটবল ক্লাব। তবে এখনো পর্যন্ত বাকি রয়েছে এই টুর্নামেন্টের সুপার সিক্সের আরও একাধিক ম্যাচ। 

নির্ধারিত সময়ের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট শেষ করার কথা থাকলেও সেই সময় আইলিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের মতো প্রথম ডিভিশনের টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার দরুন বদলে দেওয়া হয় গোটা টুর্নামেন্টের সময় সূচী। সেইসাথে, বহু আগে থেকেই রেলিগেশন রাউন্ডের ম্যাচ শুরু হয়ে যাওয়ার ফলে এই টুর্নামেন্ট শেষ করা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে গত কয়েকদিন আগেই কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির বিপক্ষে খেলার কথা শোনা গিয়েছিল মোহনবাগানের। তবে পরবর্তীতে নিরাপত্তাজনিত কারন দেখিয়ে বাতিল করা হয় সেই ম্যাচ। যদিও নিরাপত্তার পাশাপাশি আইএসএল ম্যাচের কথাও উল্লেখ করা হয় তাদের তরফ থেকে।

কিন্তু তার কিছুদিন আগেই প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে নিজেদের ঘরের মাঠে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল দল। নির্ধারিত সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছিল মশাল ব্রিগেড। তবে ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস দলের সাথে তাদের খেলা এখনি না থাকলেও আগামী মাসের আগে তা আয়োজন করার কথা রয়েছে। কিন্তু তার আগে আগামী ১০ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচে ভবানীপুর ফুটবল ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। সেই নিয়েই এবার দেখা দিয়েছে জটিলতা।

আজ দুপুরের দিকে তাদের খেলা থাকলেও যতদূর জানা গিয়েছে, এই ম্যাচে হয়ত মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে দল নামাবে না ভবানীপুর। কিন্তু কেন? ভবানীপুর ক্লাব কর্তারা বলেন, তৃতীয় ডিভিশন আইলিগের জন্য এখনো পর্যন্ত দলের অনুশীলন শুরু হয়নি। বলতে গেলে দল এখনো মাঠে নামেনি। তাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষে খেলা কার্যত অসম্ভব। তবে আগত ভাইফোঁটার পর এই ম্যাচ খেলতে আগ্ৰহী ভবানীপুর ক্লাব। মূলত ক্লাব কর্তাদের দাবি, এবারের আগস্ট মাসের মধ্যে এই লিগ শেষ করার কথা থাকলেও এখনো তা সম্ভব হয়নি। তাহলে, আরও কিছুদিন অপেক্ষা করলে তাদের পক্ষে মাঠে নামা সম্ভব। তবে এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত উঠে আসেনি আইএফএর তরফ থেকে।