Manchester Derby: ১০ মিনিটে ২ গোল দিয়ে ডার্বি জিতল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুতেই মার্কোস রাশফোর্ডের গোল। ম্যানচেস্টার ডার্বিতে এক প্রকার অপ্রত্যাশিতভাবে এগিয়ে ম্যানচেস্টার ডার্বিতে (Manchester Derby) এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি এরিক…

Manchester City

ম্যাচের শুরুতেই মার্কোস রাশফোর্ডের গোল। ম্যানচেস্টার ডার্বিতে এক প্রকার অপ্রত্যাশিতভাবে এগিয়ে ম্যানচেস্টার ডার্বিতে (Manchester Derby) এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি এরিক টেন হ্যাগের দল। দশ মিনিটে জোড়া গোল দিয়ে ম্যানচেস্টার ডার্বি জিতে নিয়েছে সিটি।

এবারেও ইংলিশ প্রিমিয়ার লীগ জয়ের দৌড়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও সিটির প্রতিপত্তি চলতি মরসুমেও অটুট রয়েছে। অন্য দিকে ম্যানচেস্টার ইউনাইটেড যথারীতি অতীতের সোনালী দিনের থেকে বহু দূরে। তাই রবিবারের ম্যানচেস্টার ডার্বির শুরুতে রেড ডেভিলরা এগিয়ে যেতে চাইবে সেটা অনেকেই হয়তো আশা করেননি।

ম্যাচ শুরু হওয়ার মিনিট আটেকের মধ্যে মার্কোস রাশফোর্ড গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন। রসমস হল্যান্ড চোটের কারণে মাঠের বাইরে। রাশফোর্ডকে সামনে রেখে দল সাজিয়েছিলেন এরিক টেন হ্যাগ। সেন্ট্রাল ব্যাক হিসেবে দুই অভিজ্ঞ ডিফেন্ডার ইভান্স ও রাফায়েল ভারান। ডেভিড ওনানা এদিনের ম্যাচের বেশিরভাগ সময় ভরসা যুগিয়েছেন।

ম্যানচেস্টার সিটি আক্রমণের ঝাঁঝ বজায় রাখলেও ইউনাইটেড আঁটোসাঁটো রাখার চেষ্টা করেছিল ডিফেন্স লাইন। বেশিরভাগ সময় নিষ্প্রভ ছিলেন এরলিং হ্যালান্ড। তবে ম্যাচের অন্তিম লগ্নে দশ মিনিটের স্পেল বদলে দেয় ফলাফল। তার আগে ৫৬ মিনিটে গিল ফডেন স্কোরলাইন করেছিলেন ১-১। পরে তিনিই ফের গোল করে ম্যানচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে (৮০ মিনিট) এগিয়ে দিয়েছিলেন। সুযোগ সন্ধানী এরলিং হ্যালান্ড ৯০+১ মিনিটে লক্ষ্যভেদ করে সিটির পক্ষে স্কোরলাইন করেন ৩-১। আরও একটা ম্যানচেস্টার ডার্বির রঙ হল নীল।