Minakshi Mukherjee: সিপিআইএমকে বাঁচাতে দৌড়চ্ছেন মীনাক্ষী, ছুটছে জনতা

দৌড়চ্ছেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) দৌড়চ্ছেন। দৌড়তে দৌড়তে আসে পাশের সবাইকে ছোট্ট ছোট্ট নমস্কার করছেন। তাঁর পাশে দৌড়চ্ছে বাম যুব সংগঠনের কর্মীরা। ছুটছে…

দৌড়চ্ছেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) দৌড়চ্ছেন। দৌড়তে দৌড়তে আসে পাশের সবাইকে ছোট্ট ছোট্ট নমস্কার করছেন। তাঁর পাশে দৌড়চ্ছে বাম যুব সংগঠনের কর্মীরা। ছুটছে জনতা! মীনাক্ষীর এই দৌড় উত্তরবঙ্গের মাটিতে। সেই ছবি হয়েছে ভাইরাল।

বাম যুব সংগঠন DYFI ইনসাফ যাত্রা’ করছে। রাজ্য জুড়ে পদযাত্রা শেষে ব্রিগেডে হবে জমায়েত। লক্ষাধিক সমাগম হবেই নিশ্চিত সিপিআইএম। তবে বাম শিবির ঠিক ততটাই অনিশ্চিত আসন প্রাপ্তি নিয়ে। লোকসভা ভোটে এবারও কি পশ্চিমবঙ্গ থেকে শূন্য পাবে সিপিআইএম? এই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। আর দলকে বাঁচাতে যুবনেত্রী মীনাক্ষী রাজ্য জুড়ে প্রচার ঝড় তুলছেন।

কোচবিহার থেকে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার শিলিগুড়ি হয়ে ইনসাফ যাত্রা উত্তর দিনাজপুর ঢুকেছে। এরপর দক্ষিণ দিনাজপুর ছুঁয়ে মালদা হয়ে উত্তরবঙ্গ পার করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ঢুকবেন মীনাক্ষী ও বাম যুব সংগঠনের সদস্যরা। জেলায় জেলায় ইনসাফ যাত্রা ঘিরে বাম যুব ও ছাত্র সংগঠন চাঙ্গা। মিছিলে মীনাক্ষীর হাঁটা ও তার জনসংযোগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তিনিই ডুবে যাওয়া বাম রণতরী ভাসিয়ে তুলছেন।

দৌড়ে দৌড়ে মীনাক্ষীর জনসংযোগ ‘স্টান্টবাজি’ বলে কটাক্ষ  তৃণমূল শিবিরের। তবে মীনাক্ষীর মতো নেত্রী যেমন বাম শিবিরের সম্পদ তা স্পষ্ট স্বীকার করছেন তৃ়ণমূল নেতারা। বিরোধী দল বিজেপির জেলা নেতারাও একই কথা বলছেন। নিজেদের দলের উচ্চ নেতৃত্বের প্রতি বিজেপি সমর্থকদের কটাক্ষ,  আদালতের ভরসা করে বেশিদূর যাওয়া যাবে না।

ইনসাফ যাত্রায় নেমে CPIM নেত্রী মীনাক্ষী মুখার্জি উত্তর দিনাজপুরের ডালখোলায় ইনসাফ যাত্রার মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘শুভেন্দু ও পার্থ চোরে চোরে মাসতুতো ভাই, এরা শিক্ষকদের চাকরি বিক্রির টাকা একসাথে খাচ্ছে তাই এদের বিরুদ্ধে কোনও কথা হচ্ছে না।’