সুভাষ সরকারের বিরুদ্ধে ‘উস্কানীমূলক’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সভাপতি

বাঁকুড়াঃ ভোট আসছে। ‘সুভাষ সরকার আবার গলায় উত্তরীয় আর মালা পরে আপনাদেরর গ্রামে-পাড়াতে আসবে, মায়েরা রেডি থাকুন-ঝাঁটা পিটা করে বিদায় করবেন’। করবেন…করবেন…করবেন তো?…ঝাঁটা পিটিয়ে বিদায়…

Block TMC chief, Bankura

বাঁকুড়াঃ ভোট আসছে। ‘সুভাষ সরকার আবার গলায় উত্তরীয় আর মালা পরে আপনাদেরর গ্রামে-পাড়াতে আসবে, মায়েরা রেডি থাকুন-ঝাঁটা পিটা করে বিদায় করবেন’। করবেন…করবেন…করবেন তো?…ঝাঁটা পিটিয়ে বিদায় করবেন।’ বাঁকুড়ার ‘বিদায়ী’ সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে ‘উস্কানীমূলক’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। বৃহস্পতিবার বিকেলে দলের ‘জনগর্জন’ সভার প্রচারে ইন্দপুরে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আর সভায় দলের ব্লক সভাপতি যখন এই ধরণের বক্তব্য রাখছেন ঠিক সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তী।

সভা শেষে সাংবাদিকরা এবিষয়ে ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি নিজের বক্তব্যের সমর্থণে বলেন, ‘আমরা বলছিনা, গ্রামের মহিলারা বলছেন’। একই সঙ্গে তার দাবি, ‘আমরা গ্রামে গেলে মানুষ বলছেন, বাবু সেই সুভাষ সরকার আসবেনা? ওকে ঝাঁটা পিটে করেই তাড়াবো’। আর সেই মানুষের কথাই তিনি তুলে ধরেছেন বলে দাবি করেন।

শুক্রবার সকালে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন বলেন, ‘কয়লা চোর-বালি চোরদের কাছ থেকে এর বেশী কিছু আশা করা যায়না। উল্টে সন্দেশখালির পথে সব গ্রাম হাঁটবে বলেও তিনি দাবি করেন।