Malda: খাটে করে রোগী নিয়ে যাওয়ার সময় মৃত্যু, মালদায় বিক্ষোভ

গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মালদার বামনগোলা। রাস্তার উপর বসে বিক্ষোভ স্থানীয়দের। প্রশাসনিক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলেই উঠবেন এমনটাই দাবি। যদিও শেষ খবর পাওয়া…

গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মালদার বামনগোলা। রাস্তার উপর বসে বিক্ষোভ স্থানীয়দের। প্রশাসনিক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলেই উঠবেন এমনটাই দাবি। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনিক কোনো কর্তার দেখা পাওয়া যায়নি।

মালদহের গ্রামে আঁতকে ওঠার মত ছবি। রীতিমতন শিউরে উঠছে বাংলা। গ্রামের রাস্তা খারাপ। তাই অ্যাম্বুল্যান্স ঢুকতে রাজি নয়। গুরুতর অসুস্থ রোগীকে তাই খাটিয়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করে অসহায় পরিবার। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রোগীর। মর্মান্তিক ঘটনার সাক্ষী মালদা জেলার বামনগোলা এলাকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার জ্বর আসে গৃহবধূর। শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু জ্বর আসার দু-দিনের মাথায় গৃহবধূর মৃত্যু হয়। ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭ নিউজ পোর্টাল।

মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন মালদার বামনগোলা গ্রামের বাসিন্দারা। রাস্তায় বসে বিক্ষোভ দেখতে শুরু করেন। ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মূলত মালদা -বালুরঘাট রাজ্যসড়ক একেবারেই অবরুদ্ধ হয়ে পরে। গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে ততক্ষন অবরোধ চলবে। যদিও ঘটনাস্থলে পুলিশ প্রশাসন থাকলেও ব্লক প্রশাসনের কোনো আধিকারিকের দেখা যায়নি।

গ্রামবাসীদের দাবি প্রত্যেকবার নির্বাচনের সময় প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু নির্বাচন মিটতেই দেখা মেলে না জনপ্রতিনিধিদের। তাই এবার আর প্রতিশ্রুতির বন্যায় ভাসবেন না। যতক্ষণ পর্যন্ত না রাস্তা নির্মাণের প্রক্রিয়া শুরু হবে ততক্ষন পর্যন্ত তারা এই রাস্তায় বসে অবরোধ করবেন।

প্রশাসনের দাবি সবেমাত্র পঞ্চায়েত নির্বাচন হয়েছে।বোর্ড গঠন হয়েছে। সুতরাং এখন পর্যন্ত রাস্তা তৈরী করার জন্যে যে নিয়মাবলী রয়েছে, যেমন টেন্ডার দেওয়া এগুলি সম্পন্ন হয়নি। সুতারং প্রশাসনিক গাফলতির ছবি আবারও প্রকাশ্যে চলে এল।