Blast: বিস্ফোরণে কাঁপল টিটাগড়

পুরভোটের আবহে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। এই বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছে এক শিশু। ইতিমধ্যে তাঁকে উদ্ধার করে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি…

পুরভোটের আবহে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। এই বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছে এক শিশু। ইতিমধ্যে তাঁকে উদ্ধার করে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ জানিয়েছে, টিটাগড় এম জি রোড পুরানি বাজার বিশ্বকর্মা মন্দির এলাকায় শনিবার বাড়ির বাইরে খেলছিল শিশুটি। সে সময় একটি বাক্স কুড়িয়ে পায় বছর চারেকের শিশু। খেলনা ভেবে সে জিনিসটিকে মাটিতে বাড়ি মারতেই সজোরে বিস্ফোরণ হয় বোমাটি। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে শিশুটি। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। 

এদিকে নিজ গড়েই বড় ধাক্কা খেয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপির তরফ থেকে প্রার্থীপদ পেয়েও দলত্যাগ করয়েছেন অর্জুনের ভাইপো সৌরভ সিং, ভগ্নিপতি সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং। তিনজনেই বিজেপির তরফে এ বার পুরভোটে প্রার্থীপদ পেয়েছিলেন। কিন্তু বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ তুলেছেন তাঁরা। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা। তবে এই ঘটনায় এখনও অর্জুনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।