বাকিংহ্যামের উদ্দেশ্যে বার্তা প্রবীর দাসের গলা চেপে ধরা বিদেশির

মরসুমের মাঝপথে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) বিদায় জানিয়েছেন কোচ দেস বাকিংহ্যাম (Des Buckingham)। নিজের দেশের ক্লাবের যোগ দিয়েছেন তিনি। কোচের বিদায়কালে আবেগঘন বার্তা…

Des Buckingham's

মরসুমের মাঝপথে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) বিদায় জানিয়েছেন কোচ দেস বাকিংহ্যাম (Des Buckingham)। নিজের দেশের ক্লাবের যোগ দিয়েছেন তিনি। কোচের বিদায়কালে আবেগঘন বার্তা মুম্বই সিটি এফসির বিতর্কিত বিদেশি ফুটবলারের।

অক্সফোর্ড ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছেন দেস বাকিংহ্যাম। নতুন দায়িত্ব হাসি মুখে গ্রহণ করেছেন তিনি। বাকিংহ্যামের ছবি রিপোস্ট করে মুম্বই সিটি এফসির বিদেশি ফুটবলার রস্টিন গ্রিফিতস সামাজিক মাধ্যমে বলেছেন, ‘আপনাকে চলে যেতে দেখে খুব খারাপ লাগছে। কিন্তু আপনার হাসি থেকে দেখতে বোঝা যে এই সিদ্ধান্ত নিয়ে আপনি কতটা খুশি। মুম্বই সিটি এফসিকে দারুণ একটা জায়গায় রেখে গেলেন আপনি।’

   

মুম্বই শহরকে বিদায় জানানোর সময় কোচ নিজেও আবেগঘন হয়ে পড়েছিলেন। প্রিয় কোচকে বিদায় জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সমর্থকরা। সামাজিক মাধ্যমেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন দেস বাকিংহ্যাম। আবার দেখা হবে মুম্বই সিটির ঘরের মাঠে, এমন আশ্বাস দিয়ে দেশের মাটিতে অবতরণ করার বিমান ধরেছেন তিনি।