Navy vs. East Bengal: নেভির মুখোমুখি মশালবাহিনী, কেমন হতে পারে একাদশ?

গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তারপর থেকেই ধীরে ধীরে ভোল পাল্টাতে শুরু করেছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেডের।

East Bengal Senior team

গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তারপর থেকেই ধীরে ধীরে ভোল পাল্টাতে শুরু করেছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেডের। এই নয়া স্প্যানিশ কোচের হাত ধরেই নতুন করে সেজে উঠেছে গোটা দল। কুয়াদ্রাতের পছন্দ মতো দেশীয় ফুটবলারদের পাশাপাশি দলের বিদেশী ফুটবলার চূড়ান্ত করেছে এই প্রধান।

তবে শুধু চূড়ান্ত করা নয়, তাদের সকলকে নিয়ে অনুশীলনের মাধ্যমে ম্যাচ ফিট করে তোলাই এখন একমাত্র লক্ষ্য কুয়াদ্রাতের। সেইমতো অনেক আগে শহরে আসার কথা থাকলেও ভিসাজনিত সমস্যা দেখা দেওয়ার ফলে অনেকটাই দেরিতে শহরে এসেছেন এই স্প্যানিশ কোচ। তবে আসার পর থেকে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি বেঙ্গালুরু এফসির এই প্রাক্তন আইএসএল জয়ী। প্রথমদিন থেকেই দলের অনুশীলনের উপর নজর রেখেছেন তিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে দলের দেশীয় ফুটবলাররা শহরে এসে পড়ে অনুশীলন শুরু করে দিলেও বিদেশি ফুটবলারদের আশা নিয়ে এখনও কিছুটা থেকে গিয়েছে জটিলতা।

তবে সেইসব বিষয় খুব একটা গুরুত্ব না দিয়ে আগত ডুরান্ড কাপের জন্য দলকে প্রস্তুত করতে মরিয়া তিনি। সেজন্য দলের ফুটবলারদের পারফরম্যান্স দেখে নিয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এবার বিশেষ প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। আজ সন্ধ্যায় নিউটাউনের ফেডারেশন অফ এক্সিলেন্সের মাঠে ইন্ডিয়ান নেভির বিপক্ষে খেলবে লাল-হলুদ। এই মর্মেই বিশেষ মাধ্যমের মুখোমুখি হয়ে কুয়াদ্রাত বলেন, আগত ডুরান্ড কাপের আর বেশিদিন বাকি নেই। খেলোয়াড়দের এখন থেকেই ভালোমতো দেখে নিতে হবে। যাই হয়ে যাক সমর্থকদের কথা মাথায় রেখে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা শহরে পা রাখার পর থেকে তারা যেভাবে আমাদের বরণ করে নিয়েছে, তা ভুলে গেলে চলবে না।

বলাবাহুল্য, গত ফুটবল মরশুমে বারংবার ফিটনেস সমস্যায় ভুগতে হয়েছে গোটা দলকে। তাই এবার যেন ফিটনেস ট্রেনিং করানোর ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কুয়াদ্রাত। নাওরেম মহেশ সিং থেকে শুরু করে নিশু কুমার কিংবা মন্দাররাও দেশাই, সকলের ফিজিক্যাল ফিটনেসের উপরে কড়া নজর রাখছেন এই স্প্যানিশ বস। এছাড়াও পাসিং ফুটবলের পাশাপাশি দুই উইংয়ের মুভমেন্ট ও খতিয়ে দেখলেন কুয়াদ্রাত। এবার আজ প্রস্তুতি ম্যাচ খেলবে দল।