বিমান বসু ডাকতেই চোখ খুললেন বুদ্ধদেব, এখনও সংকট কাটেনি

বুদ্ধদেব স্থিতিশীল হলেও, সঙ্কটজনক পরিস্থিতি কাটেনি। আজ সিটিস্ক্যানের পরিকল্পনা রয়েছে। কয়েকটি রক্তের পরীক্ষা করা হবে। ইনভেসিভ ভেন্টিলেশনই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবারে তার পরিস্থিতি জটিল বলে…

বুদ্ধদেব স্থিতিশীল হলেও, সঙ্কটজনক পরিস্থিতি কাটেনি। আজ সিটিস্ক্যানের পরিকল্পনা রয়েছে। কয়েকটি রক্তের পরীক্ষা করা হবে। ইনভেসিভ ভেন্টিলেশনই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবারে তার পরিস্থিতি জটিল বলে ডাক্তারদের মত।

চিকিৎসক কৌশিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ব্যাপারে জানাচ্ছেন, সঙ্কটজনক পরিস্থিতি তার। বয়সজনিত কারণে কমেছে ইমিউনিটি। আশা করা হচ্ছে সুস্থ হয়ে উঠবেন তিনি। কৌশিকবাবু বলছেন, “বুদ্ধদেব বাবুর শারীরিক উন্নতি হবে সেটা আগামী কয়েকদিনে বোঝা যাবে। ওনার শরীর অ্যান্টিবায়োটিক কতটা গ্রহণ করতে পারছে, কতটা কাজে লাগছে, নিউমোনিয়া কমছে কিনা সেটা এখনই বোঝা সম্ভব নয়।”

বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রাক্তন মন্ত্রী ডা. সূর্যকান্ত মিশ্র সহ সিপিআইএম রাজ্য শীর্ষ নেতারা। অশিতীপর বিমান বসু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বুদ্ধদেববাবুর ঘনিষ্ঠ। দুজনেই ছাত্র যুব রাজনীতিতে একই সাথে ছিলেন। তবে কিছুটা বয়জ্যোষ্ঠ বিমান বসু। তিনি এই বয়সেও অতি সক্রিয় রাজনীতিবিদ। এদিন তিনি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখে মৃদু স্বরে ডাকেন। তাঁর ডাকে চোখ খোলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

রাজনৈতিক নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন দেখতে আসেন বাম ঘনিষ্ঠ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুদ্ধদেব বাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা  জানাচ্ছেন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স একরকম ব্যাক্টেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে। ক্লেবশিয়েলা (Klebsiella) নামে মারণ ব্যাক্টেরিয়ার খোঁজ পেয়েছেন চিকিৎসকেরা। এটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়া। বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিক।আগামী ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রক্তচাপের ওঠানামা রয়েছে। ফুসফুসের দু’দিকেই আক্রমণ করেছে নিউমোনিয়া।