East Bengal: ‘ঘরের ছেলে’ ফিরল ইস্টবেঙ্গলে

কলকাতা ফুটবল লিগের শুরুটা ভাল করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বির আগে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে দল। অনুশীলনে নেমে পড়েছেন লালহলুদ শিবিরের সিনিয়র কোচেরা। ধীরে…

East Bengal eyeing cfl 2024 trophy

কলকাতা ফুটবল লিগের শুরুটা ভাল করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বির আগে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে দল। অনুশীলনে নেমে পড়েছেন লালহলুদ শিবিরের সিনিয়র কোচেরা। ধীরে ধীরে কলকাতায় আসতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের আইএসএল দলের ফুটবলাররা।

East Bengal: ISL জিততে না পারলেও রেকর্ড বুকে ইস্টবেঙ্গলের একটি ম্যাচ

   

দলের তারকা ফুটবলারদের কলকাতায় আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানানো হচ্ছে। ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছে লাল হলুদের ঘরের ছেলে নাওরেম মহেশ সিং। মহেশের তিলোত্তমায় আসার খবর ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহেশের ছবি সমেত পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ঘরের ছেলে ঘরে আইলো”।

ইস্টবেঙ্গলের হয়ে খেলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন নাওরেম মহেশ সিং। ইন্ডিয়ান সুপার লিগে দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো খেলতে না পারলেও একক মুন্সিয়ানার মহেশ নিজেকে মেলে ধরেছেন। জাতীয় দলের হয়ে এখন খেলছেন নিয়মিত। কলিঙ্গ সুপার কাজ জেতার সুবাদে এশিয়ান টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্কোয়াড হতে হবে ভারসাম্য যুক্ত ও শক্তিশালী। মহেশকে নিয়েও দল বদলের জল্পনা চলেছিল সাময়িক। সেই জল্পনা অবশ্য শুরু হতে না হতেই শেষ হয়েছিল অচিরে। ঘরের ছেলে থাকছেন ঘরেই।

Mohun Bagan: কাউকোর জায়গায় ইউরোপা ফাইনাল খেলা মিডফিল্ডার?

গত মরসুমে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। সামনের মরসুমে ইমামি-ইস্টবেঙ্গল কর্তারা নিয়েছেন আরও বড় লক্ষ্য। গড়া হচ্ছে ভাল দল। ইতিমধ্যে আক্রমণভাগকে দেওয়া হয়েছে নতুন রূপরেখা। গতবারের আইএসএল গোল্ডেন বুট জয়ী দিমি এবার ইস্টবেঙ্গল। সেই সঙ্গে রয়েছেন ক্লেইটন সিলভা, ডেভিড। মাঝমাঠে নিশ্চিত সাউল ক্রেসপো। সেই সঙ্গে থাকছেন নাওরেম মহেশ সিং। নতুন মরসুমে ভাল ফলাফল করার জন্য তৈরি হচ্ছে মশাল বাহিনী।