বাংলার বর্ষা ঢুকলেও (Kolkata Market Price) এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া (Kolkata Market Price)। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী।
কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪০-৪৫ টাকা, পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১০০ টাকা কেজি, টম্যাটো ৮০, লঙ্কা ১৫০, আদা ২২০ টাকা, রসুন ৩০০ টাকা, উচ্ছে ৮০-১০০ টাকা, সজনে ডাঁটা ২৫০ থেকে ৩০০, ঢ্যাঁড়শ ৮০, পটল ৫০, পেঁপে ৫০ টাকা কেজিতে বিকোচ্ছে।
মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ৩০০-৩৫০ টাকা, কাতলা কেজিতে ৪০০-৪৫০ টাকা, ট্যাংরা ৭০০, পাবদা ৬০০-৭০০, পমফ্রেট ৮০০ টাকা কেজি, ভেটকি ৮০০, বাগদা চিংড়ি ৮০০, গলদা চিংড়ি ৭০০-৮০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ২০০০ টাকা কেজি।
ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৫ জেলায়, জারি লাল সতর্কতা
বাজারের এই আগুন দর দেখেই তড়িঘড়ি ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল সাড়ে ৪টেয় বাজার কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি জানান, মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন দাম নিয়ন্ত্রণের জন্য।
রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে এই বৈঠক হবে। বিভিন্ন ব্যবসায়ী সমিতির কর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরাও থাকবেন। একই সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যরাও যোগ দেবেন বৈঠকে।
এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট জানুন