তীব্র গরমে নাজেহাল (Weather Update) দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গে ঝোড়ো ইনিংস খেলছে বর্ষা। আগামী কয়েক দিনও উত্তরের একাধিক জেলায় ভারী (Weather Update) থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজ, মঙ্গলবার উত্তরের ওপরের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তরবঙ্গের তিন জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টির জারি করেছে লাল সতর্কতা জারি করেছে। এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
বুধবার উত্তরের ওপরের সব জেলাতেই (দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে) বৃষ্টি বাড়বে। এই পাঁচ জেলার মধ্যে আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।
হিরণের মুখ পুড়িয়ে বড় জয় দেবের! আদালতে ক্লিনচিট তৃণমূল সাংসদের
বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। এদিকে উত্তরবঙ্গ তীব্র বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এর ফলে সমস্ত রকম যানচলাচল ব্যাহত হতে পারে। একই সঙ্গে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে।
এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট জানুন