দেস বাকিংহ্যাম (Des Buckingham) নাকি হতে চলেছেন ওয়েলস (Wales) দলের নতুন কোচ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল এমন জল্পনা। কিন্তু সত্যি কি তাই? এ ব্যাপারে দ্বিমত রয়েছে। ‘বিবিসি স্পোর্টস ওয়েলস’-এর প্রতিবেদন বলছে অন্য কথা।
শতাধিক ম্যাচ খেলা স্ট্রাইকারকে দলে নিল Mumbai City FC
অল্প সময়ের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় কোচ হয়ে উঠেছিলেন দেস বাকিংহ্যাম। মুম্বই সিটি এফসির হয়ে পেয়েছিলেন সাফল্য। ২০২৩-২৪ মরসুমের মাঝপথে মুম্বইকে বিদায় জানিয়েছিলেন। মুম্বই সিটি এফসি ছেড়ে দেস বাকিংহ্যাম যোগ দেন অক্সফোর্ড ইউনাইটেড ফুটবল দলে।
সম্প্রতি চলা জল্পনা অনুযায়ী, অক্সফোর্ড ইউনাইটেড ছেড়ে এবার নতুন দায়িত্ব নিতে পারেন দেস বাকিংহ্যাম। তিনি নাকি রয়েছেন ওয়েলস জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দায়িত্বে। সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে শুরু হয়েছে জোর চর্চা। দেস ওয়েলসের কোচ হতে পারেন এই জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে। তবে সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল।
BREAKING: We understand there was no approach for Oxford Utd boss Des Buckingham and there was nothing in story linking him with Wales job. Buckingham is determined to lead #oufc in Championship having achieved promotion. https://t.co/kSDtIqOPcj
— BBC Oxford Sport (@bbcoxfordsport) July 8, 2024
Mohun Bagan vs East Bengal: বাগানের এই দুর্বলতার সুযোগ নিলেই ইস্টবেঙ্গলের বাজিমাত!
বিবিসি’র পক্ষ থেকে এই জল্পনার অবসান করা হয়েছে। বিবিসি স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকিংহ্যামের ওয়েলস দলের কোচ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বাকিংহ্যাম আপাতত অক্সফোর্ড ইউনাইটেড-এর দায়িত্বেই থাকছেন। স্বভাবতই এবার প্রশ্ন থাকছে, তাহলে ওয়েলস জাতীয় দলের কোচের পদে কে থাকতে চলেছে? BBC Sport Wales সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, ওয়েলস জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন ক্রেইগ বেলেমি।