Mohun Bagan: কাউকোর জায়গায় ইউরোপা ফাইনাল খেলা মিডফিল্ডার?

একের পর এক সই সংবাদ দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। গত মরসুমের একাধিক বিদেশি ফুটবলারকে মোহনবাগান ইতিমধ্যে বিদায় জানিয়েছে। পুরোনোদের বিদায় জানানোর অর্থ নতুনদের…

Mohun Bagan probable replacement for joni kauko

একের পর এক সই সংবাদ দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। গত মরসুমের একাধিক বিদেশি ফুটবলারকে মোহনবাগান ইতিমধ্যে বিদায় জানিয়েছে। পুরোনোদের বিদায় জানানোর অর্থ নতুনদের আগমন। নতুনদের মধ্যে কে কে আসতে পারেন সবুজ মেরুন ব্রিগেডে? এই প্রশ্নের উত্তর কিছুটা মিলেছে, কিছুটা পাওয়া এখনও বাকি। জনি কাউকোকেও সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না।

Mohun Bagan: মোহনবাগানকে ফলো করছে স্কটল্যান্ডের জাতীয় দলে খেলা ফুটবলার

   

২০২৩-২৪ মরসুমে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন জনি কাউকো (Joni Kauko)। বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে নিজের ভুমিকা পালন করেছেন সাধ্য মতো। খেলা তৈরি করার পাশাপাশি কাউকোর নিজের গোল করার ক্ষমতা রয়েছে। তাঁর বদলে মোহনবাগান কাকে নিশ্চিত করে এখন সেটাই প্রশ্ন। একাধিক নাম ঘোরাফেরা করছে। তুঙ্গে জল্পনা। এরই মধ্যে স্কটল্যান্ডের এক মিডফিল্ডার মোহনবাগান সুপার জায়ান্টকে ফলো করা শুরু করেছেন। রায়ান জ্যাক (Ryan Jack) নামের এই ফুটবলার খেলেছেন ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ। রেঞ্জার্সের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন, করেছেন বেশ কিছু গোল।

কে এই রায়ান জ্যাক?

রায়ান জ্যাক স্কটল্যান্ডের জাতীয় দলের ফুটবলার। মিডফিল্ডার। ৩২ বছর বয়স, উচ্চতা ৬ ফিট। পেশাদার কেরিয়ারে স্কটল্যান্ডের বাইরে অন্য কোনও দেশের ক্লাবে হয়ে খেলেননি। নিজ দেশের দুই নামকরা ক্লাবে খেলেছেন রায়ান। স্কটিশ প্রিমিয়ার লিগ খেলেছেন আবেরদিন ও রেঞ্জার্সের হয়ে। আবেরদিন-এর হয়ে দু’শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত এই ক্লাবের হয়েই তিনি খেলেছিলেন। এরপর যোগ দিয়েছিলেন রেঞ্জার্স-এ। রেঞ্জার্সের হয়েও প্রায় দেড়শোটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। দুই ক্লাবের হয়েই করেছেন বেশ কিছু গোল।

East Bengal: ISL জিততে না পারলেও রেকর্ড বুকে ইস্টবেঙ্গলের একটি ম্যাচ

কেরিয়ার জুড়ে বেশ কিছ ট্রফি জিতেছেন স্কটল্যান্ডের এই ফুটবলার। স্কটিশ লিগ কাপ জিতেছেন একাধিকবার। জিতেছেন স্কটিশ প্রিমিয়ারশিপ। স্কটিশ প্রিমিয়ারশিপ জয়ের স্বাদ পেয়েছেন। রেঞ্জার্সের হয়ে উয়েফা ইউরোপ লিগ রানার-আপ হয়েছিলেন ২০২১-২২ মরসুমে।