Mohun Bagan: মোহনবাগানকে ফলো করছে স্কটল্যান্ডের জাতীয় দলে খেলা ফুটবলার

দল বদলের বাজারে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) ফলো করছেন স্কটল্যান্ডের জাতীয় দলের এক ফুটবলার। কেরিয়ার জুড়ে বেশ একাধিক…

scotland footballer ryan jack following mohun bagan sg

দল বদলের বাজারে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) ফলো করছেন স্কটল্যান্ডের জাতীয় দলের এক ফুটবলার। কেরিয়ার জুড়ে বেশ একাধিক ট্রফি জয় করেছেন স্কটল্যান্ডের এই ফুটবলার। চলতি বছরেও খেলেছেন জাতীয় দলের হয়ে।

East Bengal: ISL জিততে না পারলেও রেকর্ড বুকে ইস্টবেঙ্গলের একটি ম্যাচ

   

মোহনবাগন সুপার জায়ান্টকে ফলো করছেন রায়ান জ্যাক (Ryan Jack) নামের স্কটল্যান্ডের এক ফুটবলার। রায়ান মাঝমাঠের খেলোয়াড়। স্কটিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ধারাবাহিকভাবে। ২০১৭ সালে প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তারপর স্কটল্যান্ডের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ।

কে এই রায়ান জ্যাক?

রায়ান জ্যাক স্কটল্যান্ডের জাতীয় দলের ফুটবলার। মিডফিল্ডার। ৩২ বছর বয়স, উচ্চতা ৬ ফিট। পেশাদার কেরিয়ারে স্কটল্যান্ডের বাইরে অন্য কোনও দেশের ক্লাবে হয়ে খেলেননি। নিজ দেশের দুই নামকরা ক্লাবে খেলেছেন রায়ান। স্কটিশ প্রিমিয়ার লিগ খেলেছেন আবেরদিন ও রেঞ্জার্সের হয়ে। আবেরদিন-এর হয়ে দু’শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত এই ক্লাবের হয়েই তিনি খেলেছিলেন। এরপর যোগ দিয়েছিলেন রেঞ্জার্স-এ। রেঞ্জার্সের হয়েও প্রায় দেড়শোটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। দুই ক্লাবের হয়েই করেছেন বেশ কিছু গোল।

Des Buckingham নিচ্ছেন ওয়েলস দলের দায়িত্ব? জানুন সত্যিটা

কেরিয়ার জুড়ে বেশ কিছ ট্রফি জিতেছেন স্কটল্যান্ডের এই ফুটবলার। স্কটিশ লিগ কাপ জিতেছেন একাধিকবার। জিতেছেন স্কটিশ প্রিমিয়ারশিপ। স্কটিশ প্রিমিয়ারশিপ জয়ের স্বাদ পেয়েছেন। রেঞ্জার্সের হয়ে উয়েফা ইউরোপ লিগ রানার-আপ হয়েছিলেন ২০২১-২২ মরসুমে।