দুবাইতে প্রিসিজেনে সারবে Mumbai city FC

আসন্ন মরশুমে প্রস্তুতি নিতে দুবাই যাচ্ছে আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসি (Mumbai city FC) । দুবাইয়ের জাবেল আলী’র পোর্ট টাউনে ১৯ দিনের শিবির বসতে চলেছে…

আসন্ন মরশুমে প্রস্তুতি নিতে দুবাই যাচ্ছে আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসি (Mumbai city FC) ।

দুবাইয়ের জাবেল আলী’র পোর্ট টাউনে ১৯ দিনের শিবির বসতে চলেছে সংশ্লিষ্ট ক্লাবের।২৫ শে জুলাই থেকে ১২ ই আগষ্ট অবধি চলবে এই সিরিজ।

   

২০২১/২২ মরশুমে ইতিহাস সৃষ্টি করেছিল মুম্বই সিটি এফসি, আইএসএলের প্রথম দল হিসেবে এএফসি কাপের ম‍্যাচে জয়লাভ করে। আসন্ন ১৩১ তম ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে এই দল।যা শুরু হবে ১৬ ই আগষ্ট থেকে।

টুর্নামেন্টের বেশ শক্তিশালী গ্রুপে আছে মুম্বই।ATK Mohun Bagan, East Bengal, Indian Navy এবং Rajasthan United এর সাথে লড়তে হবে এই দলকে,এশিয়া সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টে।

সম্প্রতি দলের হেড কোচ দেল বাকিংহাম জানিয়েছিলেন, ” আমি খুবই খুশি গতমরশুমের যেভাবে পারফরম্যান্স দিয়েছিল দল,বিশেষ করে এশিয়ান চ‍্যাম্পিয়ান্স লিগে‌।

গ্রুপে দ্বিতীয় হিসেবে শেষ করেছিলাম, আক্রমণাত্মক ফুটবল খেলে, বিষয়টা উপভোগ করেছিলাম।

ভারতীয় ফুটবল ক্লাব গুলোর এশিয়ার সর্বোচ্চ ক্লাব পর্যায়ের টক্কর দেওয়া ক্ষমতা রাখে। এবার নতুন মরশুমে ফের বাড়তি উদ‍্যম নিয়ে ইতিহাস গড়ার লক্ষ‍্যে নামছি আমরা।”