Kolkata Derby: ডার্বিতে গোল না করেও পরের পর্বে যেতে পারে মোহনবাগান

রবিবারের ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট। সাম্প্রতিক ফর্মের বিচারে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসির তুলনায় এগিয়ে সবুজ মেরুন ব্রিগেড। পরিস্থিতি এখন এমন…

kolkata derby

রবিবারের ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট। সাম্প্রতিক ফর্মের বিচারে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসির তুলনায় এগিয়ে সবুজ মেরুন ব্রিগেড। পরিস্থিতি এখন এমন যে ১০ মার্চের বড় ম্যাচে গোল না করেও পরের পর্বে যাওয়ার টিকিট নিশ্চিত করে ফেলতে পারেন সবুজ মেরুন ফুটবলাররা।

পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ টেবলে শেষ সাতটি দলের সর্বোচ্চ ৩৩ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের নামের পাশে ইতিমধ্যে ৩৩ পয়েন্ট রয়েছে। ওড়িশা এফসি ও মুম্বাই সিটি এফসি পেয়েছে যথাক্রমে ৩৫ ও ৩৬ পয়েন্ট। দুই দল ইতিমধ্যে প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে। বাগান যদি আর এক পয়েন্ট পেতে পারে তাহলেই চলে যেতে পারবে পরের রাউন্ডে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ যদি গোল শূন্য ড্র হয় তাহলেও বাগানের প্লে অফ্ খেলার ওপর কোনো প্রভাব পড়বে না। আটকাবে না গোল পার্থক্য।

ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অংক অন্যরকম। তাদের এই ম্যাচ যেনতেন প্রকারে জিততেই হবে। সংখ্যার বিচারে ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই অংক কঠিন। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত জানিয়েছে সেই অংকের কথা। সোজা কথা, ইস্টবেঙ্গলকে তাদের বাকি সব ম্যাচে জিততে হবে।

তবে মোহনবাগান সুপার জায়ান্ট ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামবে না। ইস্টবেঙ্গলকে হারিয়ে পুরো তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অ্যান্টোনিও লোপেজ হাবাস ব্রিগেড। মোহনবাগানের সামনে লিগ শিল্ড জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। ইস্টবেঙ্গলকে হারিয়ে পুরো তিন পয়েন্ট আদায় করতে চাইবে বাগান।