উত্তরবঙ্গে আজ মোদীর মেগা সভার বিশেষ চমক

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাক্কালে আজ শনিবার উত্তরবঙ্গে মোদীর মেগা সভা। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে মোদীর এই জনসভা । উত্তরবঙ্গে পা…

PM Modi in Siliguri

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাক্কালে আজ শনিবার উত্তরবঙ্গে মোদীর মেগা সভা। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে মোদীর এই জনসভা । উত্তরবঙ্গে পা রেখেই সরকারি প্রকল্পের উদ্বোধনের বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রীর এই সভায় ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক , সুকান্ত মজুমদার, সহ রাজনৈতিক ব্যক্তিত্ব।

মঞ্চে উঠেই তিনি প্রথমে শিলিগুড়িবাসির কাছে ক্ষমা চেয়ে নিলেন সাথে বললেন আমার আসতে একটু দেরি হয়েছে। আপনাদের অপেক্ষা করতে হয়েছে। এর পরেই তিনি বলেন আমার প্রিয় মা, ভাই, বোন, দাদা, দিদিদের সাদর নমস্কার জানাই।একইসঙ্গে মোদী বলেন, চা বাগানে কর্মরত সকল শ্রমিক, তাঁদের পরিবারকে এই চাওয়ালার প্রণাম।

কাজিরাঙা, অসম হয়ে এখানে এসেছি। এখান থেকে কাশী যাচ্ছি। এখানে রাস্তায় ১২ কিলোমিটার রোড শো এর পরিকল্পনা ছিল না। হঠাৎই হয়। ওদের সম্মানে আমি গাড়ি আসতে চালাই, তাই আসতে দেরি হল।

এর পরক্ষনেই মোদী রাজ্যের শাসক দলকে সরাসরি বলেন বাংলায় ভ্রষ্ট তৃণমূল সরকার মহিলা বিরোধী সরকার দলিত, আদিবাসী, ওবিসির সাথে রেশন দুর্নীতি করেছে। এদের নেতা মন্ত্রীরা আজ রেশন দুর্নীতিতে জেলে। মোদী তাঁর গরিব পরিবারগুলিকে রেশনের সঙ্গে সঙ্গে বিনা খরচে চিকিৎসার গ্যারান্টিও দিয়েছে।

কিন্তু ভ্রষ্ট গরিব বিরোধী তৃণমূল সরকার এখানে আয়ুষ্মান যোজনা বলবৎ করছে না। তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুঠছে। বিনামূল্যের রেশনের এই যোজনাকে মোদী ৫ বছর আরও বাড়িয়ে দিয়েছে। এর লাভ চাবাগানের শ্রমিকসাথীরা পাবেন। কিন্তু তৃণমূল, কংগ্রেস, বামেদের ইন্ডি জোট আপনাদের নিখরচায় রেশন দেওয়ার বিরোধিতা করছে। নারী দিবসে আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্যাস সিলিন্ডার ১০০ টাকা আরও কমে যাবে।

আমি জানি করোনার কারণে আমার গরিব পরিবার কত চিন্তায় পড়েছিলেন। সেকারণে মোদী দেশের পরিবারজনকে বিনামূল্যে রেশন দেওয়ার যোজনা শুরু করে। আমার লক্ষ্য ছিল, কোনও গরিবের সন্তানকে যেন রাতে না খেয়ে না ঘুমোতে হয় এখানকার সমস্যা প্রথমে বামেরা শোনেনি। পরে তৃণমূলও সরিয়ে রেখেছে। এরা তো তখন গরিবের জমি দখলে ব্যস্ত। সে কারণে আপনারা যখন আমাকে সুযোগ দিলেন, আমি আমার পরিবারের সব সদস্য মানে আপনাদের সেই সুবিধা দিয়েছি। উজ্জ্বলা দিলাম, কিন্তু এখানকার তৃণমূল সরকার ১৪ লক্ষের বেশি বোনকে উজ্জ্বলার কানেকশন নিতে দিচ্ছে না।

আজ উত্তরবঙ্গ থেকে গৌহাটি এবং হাওড়ার জন্য সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চলে। আমরুত ভারত স্টেশন যোজনায় ৫০০-র বেশি যে স্টেশনগুলিকে আধুনিক করা হচ্ছে, তাতে আমাদের শিলিগুড়ি স্টেশনও আছে। স্বাধীনতার পর দীর্ঘ সময় পূর্ব ভারতের বিকাশ, এখানকার উন্নতিকে দেখা হয়নি। আমাদের সরকার পূর্ব ভারতকে দেশের বিকাশের গ্রোথ ইঞ্জিন মনে করে। সে কারণে এই ক্ষেত্রে যোগাযোগে নজর দেওয়া হয়েছে। ১০ বছরে উত্তরবঙ্গজুরে প্রচুর উন্নতি হয়েছে। বিকশিত বাংলার লক্ষ্যে এই প্রকল্পগুলি বড় পদক্ষেপ। একাধিক রেলপ্রকল্পের সূচনা হয়েছে। প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন এদিন।