Kolkata Derby: রাত পোহালেই কলকাতা ডার্বি, কী বলছেন কুয়াদ্রাত?

রবিবার বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। যেখানে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস ম্যানেজমেন্ট (East Bengal-Mohun Bagan)। এবার সেই ম্যাচ নিয়েই যথেষ্ট…

East Bengal Coach Carles Cuadrat Expresses His Opinion

রবিবার বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। যেখানে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস ম্যানেজমেন্ট (East Bengal-Mohun Bagan)। এবার সেই ম্যাচ নিয়েই যথেষ্ট আশাবাদী লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। বেশ কিছুদিন ধরেই আইএসএলের এই দ্বিতীয় লেগের এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

মূলত একটি রাজনৈতিক সমাবেশ থাকায় একটা সময় অনিশ্চিত হয়ে গিয়েছিল এই ফুটবল ম্যাচ। একটা সময় ভেন্যু বদলের প্রসঙ্গ ও উঠে এসেছিল ব্যাপকভাবে। শেষ পর্যন্ত শহরের বুকেই হতে চলেছে এই ফুটবল ম্যাচ। তবে কিছুটা বদল আনা‌ হয়েছে কিক অফের সময়ে। এছাড়াও এই ম্যাচের টিকিট নিয়ে ও দেখা দিয়েছিল জটিলতা। তবে গতকাল বিকেলের মধ্যেই কেটে গিয়েছে সেই জটিলতা।

   

আগামীকাল রাত ৮টা বেজে ৩০ মিনিটে শুরু হতে চলেছে এই ফুটবল ম্যাচ। বলাবাহুল্য, আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগের প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। হায়দরাবাদ এফসি থেকে শুরু করে পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।

মাঝে লোবেরার ওডিশার বিপক্ষে একটি ম্যাচ ড্র করতে হয়েছিল মেরিনার্সদের। তারপর ফের জয়। বর্তমানে যা পরিস্থিতি তাতে এই ডার্বি ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে কলকাতার এই প্রধান। এখন সেদিকেই নজর সকলের। আইএসএলের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল দলের অনবদ্য পারফরম্যান্স থাকলেও এবারের এই ডার্বিতে হট ফেভারিট মোহনবাগান।

তবু নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে কুয়াদ্রাত বলেন, মোহনবাগান সুপারজায়ান্টস দল এবার অ্যাডভান্টেজে থাকলেও তার দল যথেষ্ট লড়াই করবে। এছাড়াও তিনি বলেন, ডার্বি ম্যাচ নিয়েই কখনো নিশ্চিত ভাবে কিছু বলা যায়না। তবুও আমাদের ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করবে, নিজেদের সেরাটা দিয়ে পুরো পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি এবারের প্লে অফের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা থাকবে।