Ram Navami: হিন্দু ভোটারের ‘মন’ পেতে রাম নবমীতে ছুটি ঘোষণা মমতা-সরকারের

এবার রাম নবমী তে ছুটি (Holiday on Ram Navami)। ছুটি ঘোষণা করল রাজ্য। আগামী ১৭ এপ্রিল রাম নবমী। ১৭ এপ্রিল রাজ্য সরকার এর সব অফিস,স্কুল,…

Holiday on Ram Navami

এবার রাম নবমী তে ছুটি (Holiday on Ram Navami)। ছুটি ঘোষণা করল রাজ্য। আগামী ১৭ এপ্রিল রাম নবমী। ১৭ এপ্রিল রাজ্য সরকার এর সব অফিস,স্কুল, কলেজ বন্ধ থাকবে।নির্দেশিকা দিল রাজ্যের অর্থ দফতর৷

 এবার রাম নবমীতেও ছুটি। শিবরাত্রিতে বড় ঘোষণা করল রাজ্য সরকার।  লোকসভা চব্বিশের লোকসভা ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

আগামী ১৭ এপ্রিল রাম নবমী। ওই দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল এবং কলেজ বন্ধ থাকবে। নির্দেশিকা দিয়ে জানাল অর্থ দফতর। ইতিমধ্যেই সব সরকারি দফতরে ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এর সঙ্গেই রাজ্য সরকারের ক্যালেন্ডারে একটা ছুটি যুক্ত হল।

বাংলায় রাম নবমী এখন বেশ জনপ্রিয় উৎসব। এই উৎসবের পসার বেড়েছে ২০১৭ সাল থেকে। সে বছর বাংলাজুড়ে কর্মীদের রাম নবমী পালনের নির্দেশ দেন রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ। তারপর থেকে প্রতি বছর বাংলার সব প্রান্তে রাম নবমীর মিছিল চোখে পড়ছে। অবিজেপি দলের নেতাদেরকেও রাম নবমীর মিছিলের আয়োজন করতে দেখা গিয়েছে।

এবার রাম নবমী উৎসবকে নতুন স্বীকৃতি দিল রাজ্য সরকার। রীতিমত সরকারি ছুটি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই রাম নবমী নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিজেপির মদতে রাম নবমীর মিছিল থেকে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। পালটা বিজেপি দাবি করেছে সংখ্যালঘু তোষণের স্বার্থে রাম নবমীর মিছিলে হিংসায় মদত দেয় তৃণমূল।

West Bengal Government Declares Holiday on Ram Navami

২০১৯ লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সেই স্লোগান শুনে তেড়ে যেতেও দেখা গিয়েছে মমতাকে। এই স্লোগানের জন্যই একবার কেন্দ্রীয় অনুষ্ঠান বয়কট করেন মমতা। খোদ প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার তাঁর সরকারই রাম নবমীতে ছুটি ঘোষণা করল।

পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এর পিছনে ভোটের রাজনীতি। সামনেই লোকসভা ভোট। রাম নবমী ইস্যুতে তৃণমূলকে হিন্দু বিরোধী বলে তোপ দাগে বিজেপি। এর পালটা সমুচিত জবাব দিতেই রাম নবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য। এতে বিজেপিকে জবাব দেওয়াও হল। আর হিন্দু সমাজের পাশে থাকার বার্তাও দিল তৃণমূল।