গঙ্গাবক্ষের তলা দিয়ে কবে ছুটবে যাত্রীবাহী মেট্রোরেল, কী জানাল কর্তৃপক্ষ

আগামী ১৫ই মার্চ গঙ্গাবক্ষের তলা দিয়ে যাত্রীবাহী মেট্রো ছুটবে। অর্থাৎ ওইদিনই আপনি ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন। হাওড়া ময়দান থেকে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া…

Underground Kolkata Metro

আগামী ১৫ই মার্চ গঙ্গাবক্ষের তলা দিয়ে যাত্রীবাহী মেট্রো ছুটবে। অর্থাৎ ওইদিনই আপনি ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন। হাওড়া ময়দান থেকে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে রবিবারে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

৬ই মার্চ মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে কলকাতার মেট্রো ভবনে একটি সাংবাদিক বৈঠকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (জিএম) জানিয়ে দিলেন, আগামী শুক্রবার সাধারণ যাত্রীদের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। টিকিটের মূল্য শুরু পাঁচ থেকে এবং সর্বাধিক পঞ্চাশ। আগামী শুক্রবার থেকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রো মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে জানানো হয়েছে।

এছাড়াও এই যাত্রাপথে আনায়াসে ফোনের ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে অনেকেরই ধারনা ছিল গঙ্গার তলা দিয়ে মেট্রোরেলে হয়ত ফোন বা ইন্টারনেটের ব্যবহার করা যাবে না। তবে একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নদীর তলায় বসেছে অপটিক ফাইবার। তাই যাত্রীরা সহজেই ফোন ব্যবহার করার সুবিধা পাবে।