Odisha FC: ওডিশার দাপুটে ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিল না ওডিশা (Odisha FC) দলের।  জোসেফ গাম্বাউয়ের তত্ত্বাবধানে আইএসএল মরশুম শুরু করলেও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি।…

Carlos Delgado Odisha FC

গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিল না ওডিশা (Odisha FC) দলের।  জোসেফ গাম্বাউয়ের তত্ত্বাবধানে আইএসএল মরশুম শুরু করলেও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি। পরবর্তীতে ক্লিফোর্ড মিরান্ডার হাত ধরে সুপার কাপ অভিযান শুরু।  সেখানে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল। সেখানে তারা পরাজিত করে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে।

যার দরুন এএফসির মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের সুযোগ পাকা করে নেয় এই ফুটবল ক্লাব। বর্তমানে ভারত থেকে একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এএফসি কাপে টিকে রয়েছে ওডিশা। এবার দলের দায়িত্ব সামলাচ্ছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। বলতে গেলে তার হাত ধরেই একেবারে ভোল পাল্টেছে গোটা ফুটবল দলের।

গত মরশুমের সমস্ত কিছু ভুলে এবার এক অন্য ছন্দে যেন আইএসএল খেলছে গতবারের সুপার কাপ চ্যাম্পিয়নরা। শেষ সিজনে ময়দানের অন্যতম প্রধান মোহনবাগানের কাছে পরাজিত হয়ে আইএসএল থেকে ছিটকে যেতে হলেও এবার যেন সুদে আসলে বদলা নিয়েছে এই ফুটবল ক্লাব। মোহনবাগানের ঘরের মাঠে তাদের বিরাট বড় ব্যবধানে হারিয়ে এএফসি কাপ থেকে ছিটকে দিয়েছে সার্জিও লোবেরার ছেলেরা। তবে সেখানেই শেষ নয়। এবারের আইএসএলের প্রথম লেগে মোহনবাগানের ঘরের মাঠেও এগিয়েছিল ওডিশা, তবে কোন রকমে আর্মান্দো সাদিকুর গোলে মান রক্ষা করতে সক্ষম হয়েছে মোহনবাগান। তবে এরপরই হতশ্রী অবস্থা দেখা দেয় সবুজ-মেরুনের। তবে এবার উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ওডিশা দল থেকে একাধিক দাপটে ফুটবলারকে নিজেদের দলে নিতে চাইছে ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু ফুটবল ক্লাব।

ওডিশার ঘর ভাঙ্গার ক্ষেত্রে সবার আগে উঠে আসছে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। এছাড়াও রয়েছে বেঙ্গালুরু এফসি ও হায়দরাবাদ এফসির মত ফুটবল ক্লাব। এক্ষেত্রে তাদের সকলেরই নজর রয়েছে কার্লোস ডেলগাডোর দিকে। বলাবাহুল্য এবারেরই ফুটবল মরশুমের তার হাত ধরেই যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল ওডিশা ডিফেন্স। তাই এই নয়া ট্রান্সফার উইন্ডোতে এই স্প্যানিশ তারকার দিকেই নজর রয়েছে সকলের। যেকোনো মূল্যেই তাকে দলে টানতে চাইছে আইএসএলের ক্লাব গুলি।

তার উপস্থিতি দলের রক্ষণভাগে যে বাড়তি শক্তি জোগাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের মে মাসেই এই তারকার সঙ্গে চুক্তি শেষ হবে ওডিশার। তাই সবদিক বিচার বিবেচনা করেই তাকে নেওয়ার জন্য অলআউট যাচ্ছে আইএসএলের সিংহভাগ ফুটবল দল। শেষ পর্যন্ত আদৌ এই ফুটবলারের সঙ্গে চুক্তিবৃদ্ধি করবে ওডিশা নাকি অন্য জলের জার্সিতে দেখা যাবে তাকে, এখন সেটাই দেখার।