Hector Yuste: ‘বুড়ো’ হাড়ে ভেল্কি দেখালেন ইয়ুস্তে

বৃহস্পতিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ লিগ শিল্ড জয়ের লড়াইয়ে টিকে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। পরের ম্যাচ…

Mohun Bagan's Hector Yuste

বৃহস্পতিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ লিগ শিল্ড জয়ের লড়াইয়ে টিকে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এই ম্যাচে জিতলেই আসবে শিল্ড। তার আগে ভরসা যোগাচ্ছেন হেক্টর ইয়ুস্তে (Hector Yuste)।

২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির (৪৭) থেকে ২ পয়েন্টে পিছিয়ে মেরিনার্স। ১৫ এপ্রিল সল্টলেক স্টেডিয়ামে আইল্যান্ডার্স এবং মেরিনার্স একে অপরের মুখোমুখি হবে। দুই দলের খেলাই রীতিমতো চোখে পড়ার মতো। মোহনবাগান সুপার জায়ান্ট মাঝে মধ্যে হোঁচট খেলেও নিজেদের দিনে খেতাব জয়ের দাবি জোরালো করতে পারে তারা। মুম্বই সিটি এফসিও জেতার মানসিকতা নিয়ে মাঠে নামছে। বাগান পিছনে থেকে উঠে এসেছে রয়েছে বাজিমাত করার চেষ্টায়।

গতকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে সমীকরণ বেশ সহজ ছিল। শিল্ড জিততে হলে হারাতে হবে বেঙ্গালুরু এফসিকে। বল পজিশনে বেঙ্গালুরু এফসির কাছে থাকলেও গোল করার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। পেনাল্টি থেকে গোল করতে পারেনি বেঙ্গালুরু। হেক্টর ইউস্তে, মনবীর সিং, অনিরুধ থাপা এবং আরমান্দো সাদিকু গোল করেছেন এদিনের ম্যাচে।

আরও একবার চমক দিলেন হেক্টর ইয়ুস্তে। ৩৬ বছর বয়সেও খেলে চলেছেন সমানভাবে। দক্ষিণ এশিয়ার উষ্ণ পরিবেশে ৩৬ বছর বয়সী ফুটবলারের পক্ষে পারফরম্যান্স করার মুখের কথা নয়। ম্যাচের প্রথম গোলটা করেছেন হেক্টর। অক্ষত রেখেছেন বাগান দূর্গ। আগামী মরসুমেও কি তিনি থাকবেন? বলা মুশকিল। কারণ, এক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে।