৪ মে ফাইনাল, প্রকাশিত ISL-এর বাকি অংশের সূচি

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্লে অফ রাউন্ডের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আইএসএল-এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে প্লে অফের সূচি। আগামী ৪ মে…

ISL Remaining Schedule Released

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্লে অফ রাউন্ডের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আইএসএল-এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে প্লে অফের সূচি। আগামী ৪ মে হবে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ।

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু থেকে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ পর্ব। ১৯ ও ২০ মে, এই দুই দিন হবে নক আউট রাউন্ড। লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি একে অন্যের সগে প্রতিদ্বন্দিতা করবে এই সময়ে।

এরপরহবে সেমিফাইনাল। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে চারটি দল সেমিফাইনাল খেলবে। দু’টি করে লেগ মিলিয়ে চার ম্যাচের সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। সেরা দুই দলের মুখোমুখি হবে নক আউট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালের প্রথম লেগ ২৩ ও ২৪ এপ্রিল। সেমিফাইনালের দ্বিতীয় লেগ ২৮ ও ২৯ এপ্রিল। ৪ এপ্রিল ফাইনাল ম্যাচ। মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, ওডিশা এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি ও চেন্নাইন এফসি খেলবে প্লে অফের ম্যাচ। প্রাথমিক পর্বের হার্ডল পেরিয়ে এই ছয় দল উঠেছে প্লে অফ রাউন্ডে।

আপাতত লিগ শিল্ড জয়ের দৌড় জারি রয়েছে। গতকাল সন্ধ্যায় বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা এখন রয়েছে দ্বিতীয় স্থানে। পয়লা নম্বরে রয়েছে মুম্বই সিটি এফসি। এই দুই দলের মধ্যে রয়েছে ম্যাচ। মোহনবাগান জিতলে পাবে শিল্ড। ম্যাচে ড্র করলেই লিগ শিল্ড চলে আসবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।