Sarfaraz Khan: ৯৬ রান করে জাতীয় দলের দরজায় জোর ধাক্কা দিলেন সরফরাজ খান

আহমেদাবাদে চলমান দুই দিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১১০ বলে ৯৬ রান করেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। শুক্রবার (১২ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ…

Sarfaraz Khan

আহমেদাবাদে চলমান দুই দিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১১০ বলে ৯৬ রান করেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। শুক্রবার (১২ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ভারতের ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

আহমেদাবাদে ভারত ‘এ’ ও ইংল্যান্ডের মধ্যকার চলমান দুই দিনের প্রস্তুতি ম্যাচে ১১০ বলে ৯৬ রান করে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বার্তা দিয়েছেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ভারত ‘এ’ দলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে শনিবার (১৩ জানুয়ারি) প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে ৯৬ রান করেন সরফরাজ। ক্রিজে থাকার সময় তিনি ১১ টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন।

সরফরাজ গত তিন বছর ধরে ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য নির্বাচক কমিটির দরজায় কড়া নাড়ছেন, তবে এখনও পর্যন্ত তিনি ডাক পাননি। এছাড়া ভারত ‘এ’ দলের হয়ে চলমান ম্যাচে সেঞ্চুরি করেন মধ্যপ্রদেশের ব্যাটসম্যান রজত পাতিদার। গত মাসে দক্ষিণ আফ্রিকায় ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া ডানহাতি ব্যাটসম্যান নরেন্দ্র মোদী স্টেডিয়াম গ্রাউন্ড ‘বি’তে ঈশ্বরনের সাথে ইনিংস শুরু করেছিলেন। ১৮ টি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৪১ বলে ১১১ রান করেছেন তিনি। অধিনায়কের সঙ্গে প্রথম উইকেটে ৭৩ রান এবং দ্বিতীয় উইকেটে তামিলনাড়ুর ব্যাটসম্যান প্রদোষ রঞ্জন পালের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি।

প্রদোষ আউট হওয়ার পরে পাতিদার সরফরাজের মতো একজন যোগ্য সঙ্গী খুঁজে পেয়েছিলেন। এই জুটি একসাথে তৃতীয় উইকেটে ৮০ রান যোগ করেছিলেন। ক্যালাম পারকিনসন রজতকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। কেএস ভরত ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সরফরাজের সঙ্গে চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন।

ম্যাচের প্রথম দিনে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার মানব সুথার ১১ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৫১.১ ওভারে ২৩৩ রানে গুটিয়ে দেন। এছাড়া আকাশ দীপ দুটি করে উইকেট নেন।