Ranji Trophy: ৭ উইকেট নিলেন ভারতের ‘সুইংয়ের সুলতান’

ভারতীয় দলের বাইরে থাকা পেসার ভুবনেশ্বর কুমার রঞ্জি ট্রফির ম্যাচে ঝড় তুলেছেন। ‘সুইংয়ের সুলতান’ খ্যাত ভুবনেশ্বর ৬ বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন। আর ফিরেই…

Bhuvneshwar Kumar

ভারতীয় দলের বাইরে থাকা পেসার ভুবনেশ্বর কুমার রঞ্জি ট্রফির ম্যাচে ঝড় তুলেছেন। ‘সুইংয়ের সুলতান’ খ্যাত ভুবনেশ্বর ৬ বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন। আর ফিরেই ৭ উইকট।

উত্তরপ্রদেশের হয়ে খেলা ভুবি বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম দিনেই ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে আরও ২ উইকেট। ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার তার দুর্দান্ত সুইংয়ের সাহায্যের বাংলার ব্যাটসম্যানদের উইকেটে থিতু হতে দেননি। ভুবি প্রথম দিনের ১৩ ওভারের স্পেলে মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নেন।

   

ভুবনেশ্বর ২০২২ সালের নভেম্বর থেকে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। শুধু তাই নয়, শেষবার ২০১৮ সালে টেস্ট ক্রিকেট খেলেছিলেন তিনি। শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হওয়া রঞ্জি ট্রফির ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। মাত্র ৬০ রানে ইউপির ইনিংস গুটিয়ে দেয় বাংলা। শামির ছোট ভাই মহম্মদ কাইফ নেন ৪ উইকেট। এরপর প্রথম দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯৫ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলা। কানপুরে প্রথম দিনের খেলা শেষে বাংলা তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারায়। ৫ উইকেটে ৯৫ রান তোলে বাংলা।

প্রথম দিনে হারানো বাংলার পাঁচটি উইকেটই নিয়েছেন ভারতীয় দলের বাইরে থাকা পেসার ভুবনেশ্বর কুমার। ভুবি ২১টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৬৩, ওয়ানডেতে ১৪১ ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯০ উইকেট নিয়েছেন তিনি। যুজবেন্দ্র চাহালের পর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।