Mohun Bagan: প্রথম ম্যাচ জিতে ও যথেষ্ট চাপে বাগান কোচ, কিন্তু কেন?

অনূর্ধ্ব ১৭ ফুটবল লীগের প্রথম ম্যাচে ময়দানের দাপুটে দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants )। প্রথমদিকে প্রতিপক্ষ দলের দাপট থাকলেও…

Mohun Bagan Coach Bastab Roy

অনূর্ধ্ব ১৭ ফুটবল লীগের প্রথম ম্যাচে ময়দানের দাপুটে দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants )। প্রথমদিকে প্রতিপক্ষ দলের দাপট থাকলেও পরবর্তীতে ম্যাচের সময় যত এগিয়েছে নিজেদের ছন্দে ফিরেছে বাগান ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থেকেছে ১-০ গোল।

আরও পড়ুন: Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন

বাগানের জার্সিতে একটি মাত্র গোল পেয়েছেন প্রীতম গায়েন। প্রথমদিকে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিপক্ষ দলের রক্ষনভাগে ও বল নিয়ে উঠে আসতে দেখা গিয়েছিল তাদের একাধিকবার। তবে গোলের দেখা মেলেনি। তারপর সুযোগ বুঝেই প্রতি আক্রমণে উঠে আসে মোহনবাগান দল। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা 

প্রথম দিকে ইউনাইটেড স্পোর্টস একটি পেনাল্টি আদায় করে নিলেও তা কাজে লাগাতে সক্ষম হয়নি দলের ফুটবলাররা। আসলে বাগান অধিনায়কের দক্ষ হাতে কার্যত আটকে যেতে হয় তাদের। পরবর্তীতে প্রীতমের গোলে এগিয়ে যায় এই প্রধান। তারপর থেকে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পক্ষে। যার দরুণ টুর্নামেন্টের প্রথম জয় চলে আসে বাস্তব রায়ের ছেলেদের। তবে এই জয় আসলেও এই টুর্নামেন্ট জয় নিয়ে খুব একটা আশাবাদী নন বাগান কোচ। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানান তিনি। কিন্তু কেন? দলের জয় আসলেও কেন খুশি হতে পারলেন না বাস্তব রায়।

আরও পড়ুন: IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে 

তার কথায়, দলের ফুটবলারদের বিবিধ পরীক্ষা থাকার দরুণ অনুশীলনের খুব একটা সময় পাননি দলের ফুটবলাররা। যারফলে, খুব অল্পদিন হাতে নিয়েই ম্যাচের প্রস্তুতি সেরেছে ক্লাব। তাই ম্যাচ যতো এগোবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে খেলোয়াড়দের নিজস্ব দক্ষতার উপর। তাই আজ তিন পয়েন্ট পাওয়ার পরেও খুশি হতে পারলেন না তিনি।