Vidhan Sabha Security: সংসদে দুই ব্যক্তির ‘হামলা’ দেখে বিধানসভার নিরাপত্তা বাড়ল

সংসদের নিরাপত্তা বলয় ভেঙে দিয়ে দুই ব্যক্তি যেভাবে অধিবেশন কক্ষে ‘হামলা’ করেছে তা নিয়ে তীব্র বিতর্ক। এরই মাঝে পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তা (Vidhan Sabha Security) বাড়ল।…

West Bengal Assembly

সংসদের নিরাপত্তা বলয় ভেঙে দিয়ে দুই ব্যক্তি যেভাবে অধিবেশন কক্ষে ‘হামলা’ করেছে তা নিয়ে তীব্র বিতর্ক। এরই মাঝে পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তা (Vidhan Sabha Security) বাড়ল। ২০০১ সালে জম্মু-কাশ্মীর বিধানসভায় জঙ্গি হামলার বিষয়টিও এক্ষেত্রে ফের চর্চায়। সেই বছরেই সংসদ ভবনে হয়েছিল জঙ্গি হামলা।

সংসদের অধিবেশনে দুই ব্যক্তির হামলা ও হলুদ ধোঁয়া ছড়ানোর ঘটনায় নিরাপত্তা বলয় নিয়েই বিতর্ক। ২০০১ সালে এই ১৩ ডিসেম্বর তারিখে হয়েছিল ততকালীন সংসদ ভবনে জঙ্গি হামলা। আর বুধবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে গোটা দেশ রীতিমতো তোলপাড়। কিভাবে এই ঘটনা ঘটলো, সঙ্গে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এই লোকসভায় দুই ব্যক্তির হামলা থেকে শিক্ষা নিয়ে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে।

বিধানসভার নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা গিয়েছে যে এই রাজ্যের মন্ত্রী বা বিধায়কদের সঙ্গে তাদের অনেক পরিচিত ঢোকে বিধানসভার ভিতরে। যারা সাধারণত স্লিপ ছাড়া প্রবেশ করতে পারেন না। তবে এই বিষয় কারা প্রবেশ করছেন এবং কারা প্রবেশ করছেন না এই নিয়ে এক বড় প্রশ্ন উঠছে।

যারা বিধানসভার ভিজিটর। তাদের পর্যাপ্ত সার্চ করা হচ্ছে কিনা তারা মোবাইল নিয়ে কক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা এইসব নিয়ে প্রশ্ন ছিল বিস্তর। এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা মন্ত্রী কিংবা বিধায়কদের সঙ্গে স্লিপ নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করে তাদের কড়া ভাবে তল্লাশি চালানো হবে। খতিয়ে দেখা হবে তাদের পকেটে কী রয়েছে। এবং বিধানসভার ভিতরে কিংবা বাইরে তারা কখনোই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এসব নির্দেশিকা বিধানসভার তরফে জারি করা হচ্ছে। আর নিরাপত্তার কারণে সংসদের ভিজিটর্স পাস ইস্যু বন্ধ করা হয়েছে।