ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম শুরু হওয়ার আগে হাতেগোনা কয়েক দিন বাকি রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। ১৩ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল শিল্ড বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং আইএসএল কাপ বিজয়ী মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মধ্যে রোমাঞ্চকর ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে।
গত মরশুমে এই দু’টি দল দুটি রোমাঞ্চকর ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি- এই দুই দলই লিগ শিল্ড ও কাপ জয়ের প্রবল দাবিদার ছিল। বাগান শিল্ড নিজেদের দখলে রাখলেও ফাইনাল ম্যাচ জিতে আইএসএল কাপ নিজেদের নাম করে নিয়েছিল মুম্বই সিটি এফসি। গতবারের মতো এবারেও এই দুই দলের স্কোয়াড হেভিওয়েট। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদেশি ফুটবলাররা ক্লাবে রয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগের নতুন সংস্করণের প্রথম ম্যাচেই এই দুই দলের দ্বৈরথের।
বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকিট ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। অন্যান্যবারের মতো এবারেও বিভিন্ন দামের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেটে নিতে পারবেন BookMyShow ওয়েবসাইট থেকে। কলকাতায় হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের চাহিদা সম সময় তুঙ্গে থাকে। ম্যাচের আগে হাতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। দেরি না করে দ্রুত টিকিট কেটে নিতে পারেন।
CFL 2024 শেষে অমরনাথের লক্ষ্যে সন্তোষ ট্রফি
❗️TICKETS AVAILABLE ❗️
Join the Green and Maroon army at VYBK and cheer us on in our opening ISL fixture!
🔗 https://t.co/X5kS6Qrr4h#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/KMgp0cQQZx
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 4, 2024
বৃহস্পতিবার বিকেলের আপডেট অনুযায়ী, সর্বনিম্ম ৫০ টাকা মূল্যের টিকিট এখনও বাকি রয়েছে। যারা কম খরচ করে ম্যাচ দেখতে চাইছেন, তাদের জন্য ৫০ টাকার টিকিট সবথেকে ভাল অপশন। টিকিট এখনও পাওয়া যাচ্ছে। ফুরিয়ে যাওয়ার আগে টিকিট কেটে নিন।