Jason Cummings: গোল্ডেন বুট ছিনিয়ে নিতে পারেন কামিন্স

গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়েছেন জেসন কামিন্স (Jason Cummings)। ফাইনালে একাধিক গোল করে হয়ে যেতে পারেন এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা গোলদাতার সম্মান।…

Jason Cummings

গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়েছেন জেসন কামিন্স (Jason Cummings)। ফাইনালে একাধিক গোল করে হয়ে যেতে পারেন এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা গোলদাতার সম্মান।

মরসুমের শুরুর দিকে গোল পেয়েছিলেন ধারাবাহিকভাবে। তারপর আর নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না জেসন কামিন্স। মোহনবাগান সমর্থকরা জেসন কামিন্সের প্রবল সমালোচনা করেছিলেন এক সময়। এখন সেই জেসন কামিন্স ফের দেখাতে শুরু করেছেন আশার আলো।

   

ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোল করেছিলেন জেসন কামিন্স। ওডিশা এফসিকে অতিক্রম করে মোহনবাগান সুপার জায়ান্টকে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়ার স্টার। চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত ১১ টি গোল করেছেন জেসন কামিন্স।

এবারের ইন্ডিয়ান সুপার লিগে সবথেকে বেশি গোল করার ক্ষেত্রে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের দিমি দায়ামানতাকস, ১৩ টি গোল করেছেন তিনি। একই সংখ্যক গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন ওডিশা এফসির রয় কৃষ্ণ। কেরালা ব্লাস্টার্স কিংবা ওডিশা এফসি কোনও দলই ফাইনালে উঠতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্ট পেরেছে। ফাইনাল ম্যাচেও আর্মান্দো সাদিকুকে মাঠে নামাতে পারবেন না মোহনবাগান সুপার জায়ান্ট কোচ লোপেজ হাবাস। কামিন্সের ওপরেই ভরসা রাখতে হবে. কামিন্স ফর্মে থাকলে মিটিয়ে দিতে পারেন কৃষ্ণাদের সঙ্গে থাকা দুই গোলের ব্যবধান।