কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)-এর গ্ৰুপ পর্বে দৌড় শেষ করেছে পিয়ারলেস। সুপার সিক্সে যাওয়ার আশা জাগিয়েও পরের পর্বে যাওয়ার টিকিট নিশ্চিত করতে পারেনি দল। টুর্নামেন্টের শুরু থেকে পিয়ারলেসের হয়ে ধারাবাহিকভাবে খেলেছেন অমরনাথ বাস্কে (Amar Nath Baskey)। সিএফএল-এর পর সন্তোষ ট্রফিকেই ফের পাখির চোখ করেছেন তিনি।
ভুল ইনজেকশনে অচল দু’পা, লেখাপড়ায় পিএইচডি, প্যারিসে জিতলেন সোনা
বিগত কয়ে মরশুমে কলকাতা ফুটবল লিগে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অমরনাথ বাস্কে। হুগলী জেলার শ্রীরামপুরের এই ফুটবলার ইতিমধ্যে কলকাতার একাধিক নামকরা ক্লাবের হয়ে খেলেছেন। অতীতে ছিলেন এটিকে-র যুব দলে। কলকাতা ফুটবল লিগ খেলেছেন এরিয়ান, ইউনাইটেড স্পোর্টস, জর্জ টেলিগ্রাফের হয়ে। ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলার সময় বিশেষ করে নজর কেড়েছিলেন অমরনাথ বাস্কে।
এবারের সিএফএল-এ দল হিসেবে পিয়ারলেস সুপার সিক্সে উঠতে না পারলেও অমরনাথের ব্যক্তিগত পরিসংখ্যান চোখে পড়ার মতো। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের এই ভক্ত করেছেন তিনটি গোল, দলের একাধিক গোলের পিছনে রেখেছেন অবদান। অমরনাথ জানিয়েছেন, ‘গোল তিনটে করেছি। অ্যাসিস্ট আরও বেশি, ছ’টা-সাতটা তো হবেই।’
এবারের কলকাতা ফুটবল লিগে বাংলার একাধিক ফুটবলার নজর কেড়েছেন। গতবার সন্তোষ ট্রফিতে বাংলার পারফরম্যান্স যত কম বলা যায় ততই ভাল। বলা বাহুল্য, এবারের দল নির্বাচনের ক্ষেত্রে আরও সচেতন হতে পারে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। একাধিক বঙ্গ সন্তান মাঝমাঠে নজর কেড়েছেন। অমরনাথ বাস্কে তাঁদের হয়ে অন্যতম। বাংলার হয়ে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। আগামী দিনেও সেই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাতে চাইছেন।
পদক তালিকায় লম্বা লাফ দিল ভারত, ঝুলিতে আরও দু’টো মেডেল
জাতীয় মঞ্চে নিজেকে প্রতিভার পরিচয় দিতে চাইছেন বছর পঁচিশের অমরনাথ। রাজ্যের হয়ে ভাল খেলা তাঁর প্রথম লক্ষ্য। তারপর আই লিগ কিংবা অন্য কোনও নামি দলের জার্সিতে মাঠে নামার ইচ্ছা রয়েছে তাঁর।