কলকাতা: ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। পরপর দুই ম্যাচে জিতে বড় ম্যাচ খেলতে চলেছে তারা। গোলের মধ্যে রয়েছেন বাগানের জেসন কামিন্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের ফুটবল টিমের বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। একই সঙ্গে মোহনবাগানের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই গোল পেয়েছেন গ্রেগ স্টুয়ার্ট।
East Bengal FC: কবে মাঠে ফিরছেন সায়ন? বিনো দিলেন আপডেট
ডুরান্ড কাপের দুই ম্যাচে মোট ৭ গোল করেছেন সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গল দুই ম্যাচে করেছে ৬ গোল। গোল পার্থক্যের বিচারে মোহনবাগান এখন গ্ৰুপ সেরা। লাল হলুদ দলের বিরুদ্ধে প্রিয় দলের সেরা খেলাটাই দেখার অপেক্ষায় থাকবেন মোহনবাগানের সমর্থকরা। প্রশ্ন থাকছে চোট নিয়ে।
বাগানের একাধিক ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেমি ম্যাকলারেনকে নিয়েও রয়েছে প্রশ্ন। ডার্বিতে কি খেলতে পারবেন জেমি ম্যাক? এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা উপায় নেই। তবে চোট সারিয়ে জেমি পুরোপুরি ফিট নন বলেই মনে করা হচ্ছে।
আমনের পদকেই টিম ইন্ডিয়ার ‘মধুরেণ সমাপয়েত’? অপেক্ষার প্রহর দেশবাসীর
ডুরান্ড ডার্বির আগে দিন কয়েকের সময় রয়েছে। এর মধ্যে মেলবোর্ন সিটি এফসির প্রাক্তন ফুটবলার কতটা সুস্থ হয়ে উঠতে পারেন সে দিকে সকলের নজর থাকবে। ঘাড়ের চোটের কারণে বেশ কয়েকদিন অনুশীলনকরতে পারেননি। মাঠে বেশিরভাগ সময় কাটছে দলের ফিজিওর সঙ্গে। এখন যা পরিস্থিতি তাতে বলা যায় জেমির ডার্বিতে মাঠে নামার সম্ভাবনা কম। আগামী কয়েক দিনে কতটা রিকভার করেন সেটা দেখার বিষয়।