East Bengal FC: কবে মাঠে ফিরছেন সায়ন? বিনো দিলেন আপডেট

কলকাতা: কলকাতা ফুটবল লিগে আরও একটা ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টার্ন রেলওয়ে এফসির বিরুদ্ধে সহজ জয় লাভ করেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপেও…

Sayan Banerjee East Bengal fc

কলকাতা: কলকাতা ফুটবল লিগে আরও একটা ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টার্ন রেলওয়ে এফসির বিরুদ্ধে সহজ জয় লাভ করেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপেও জয়ের মধ্যে রয়েছে দল। কিন্তু চোট সমস্যা পিছু ছাড়ছে না।

   

টোকিওয় সোনা, প্যারিসে রুপো! নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ জানেন?

দিন কয়েকের পরেই রয়েছে এএফসি কাপের ম্যাচ। তুর্কমিনিস্তানের এফসি আলটিন অ্যাসির বিরুদ্ধে খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচেও কি পূর্ণ শক্তির স্কোয়াডকে হাতে পাবেন ইস্টবেঙ্গল কোচ? মরসুম শুরু হতে না হতেই চোট সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে লাল হলুদ শিবিরকে। ইংল্যান্ডে নেক্সট যেন কাপ খেলতে গিয়েও পিছু ছাড়েনি চোট সমস্যা। প্রয়োজনে সায়ন ব্যানার্জীকে (Sayan Banerjee) মাঠে নামাতে পারেননি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। আসন্ন এএফসি কাপের ম্যাচে কি তাঁকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে?

রেলের বিরুদ্ধে ম্যাচের পর এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল বিনো জর্জকে। তিনি জানিয়েছেন, ‘সায়নের চোট গুরুতর কিছু নয়। ও এখন রিকভারি করছে। খুব তাড়াতাড়ি সুষ্ঠ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।’

‘সিদ্ধান্ত বদলের সময় এসেছে…’, ভিনেশ ইস্যুতে সরব সচিন

একই সঙ্গে বিনো এ-ও জানিয়েছেন, ‘পরপর ম্যাচ খেলার জন্য ফুটবলারদের ওপর ধকল যাচ্ছে। কিছু ফুটবলারের চোট সমস্যা রয়েছে। তবে দল ভাল খেলছে। আরও ভাল খেলার ব্যাপারে আশাবাদী।’