‘সিদ্ধান্ত বদলের সময় এসেছে…’, ভিনেশ ইস্যুতে সরব সচিন

মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে ২০২৪ প্যারিস অলিম্পিক থেকে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) নাম বাদ দেওয়া হয়েছে। প্যারিস অলিম্পিক থেকে ভিনেশ…

Sachin Tendulkar and Vinesh Phogat

মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে ২০২৪ প্যারিস অলিম্পিক থেকে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) নাম বাদ দেওয়া হয়েছে। প্যারিস অলিম্পিক থেকে ভিনেশ ছিটকে যাওয়ার পর গোটা ভারতবর্ষ কার্যত হতাশায় ডুবে গিয়েছে। ফাইনাল ম্যাচে ডিসকোয়ালিফাই হওয়ার পর ভিনেশ ফোগাট অবসর গ্রহণের ঘোষণাও করে দিয়েছেন। এই ব্যাপারে ‘কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস’-এ (সিএএস) একটি পিটিশনও দাখিল করা হয়েছে।

এবার ভিনেশ ফোগাটের স্বপক্ষে সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর। এই মর্মে তিনি একটি পোস্টও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার মনে হয় যে ভিনেশকে অন্তত রুপোর পদক দেওয়া উচিত।’

   

আমনের পদকেই টিম ইন্ডিয়ার ‘মধুরেণ সমাপয়েত’? অপেক্ষার প্রহর দেশবাসীর

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সচিন তেন্ডুলকর
সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘প্রত্যেকটা খেলারই নিজস্ব একটা নিয়ম থাকে। এই নিয়মগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সেটাও নজরে রাখতে হবে। তবে এটাও দেখতে হবে যে আরও একবার সুযোগ দেওয়া যায় কি না। ইতিপূর্বেও ওজনের কারণে অ্যাথলিটদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু, যদি রুপোর পদক কেড়ে নেওয়া হয়, তাহলে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না।’

 

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘যদি কোনও ব্যক্তি ড্রাগস নেওয়ার কারণে অলিম্পিক টুর্নামেন্ট থেকে বাদ পড়েন, তাহলেও সেটা মেনে নেওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে ওই খেলোয়াড়কে পদক দেওয়াই উচিত নয়। সেইসঙ্গে একেবারে অন্তিম স্থানে তাঁকে পাঠিয়ে দেওয়া উচিত। অন্যদিকে, ভিনেশ এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য শীর্ষস্থানীয় দুই কুস্তিগীরকে পরাস্ত করেন। সেকারণে ও রুপোর পদকের যথাযোগ্য দাবিদার।’

অলিম্পিক টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই নেওয়া হতে পারে সিদ্ধান্ত
২০২৪ প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়ার পর ভিনেশ ফোগাট আদালতে মামলা করেছিলেন। এই বিষয়ে ‘কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস’-এর (সিএএস) পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। সিএএসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে অলিম্পিক টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী শুক্রবার এই ব্যাপারে শুনানি হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।