সিসোদিয়ার জেলমুক্তির দিনই কেঁদে ভাসালেন অতীশি, হঠাৎ কী হল?

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। খুশি আম আদমি পার্টি। শীর্ষ আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিল্লির শিক্ষামন্ত্রী…

AAP leader Atishi Breaks Down Mid Speech After Manish Sisodias Bail, সিসোদিয়ার জেলমুক্তির দিনই কেঁদে ভাসালেন অতীশি, হঠাৎ কী হল?

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। খুশি আম আদমি পার্টি। শীর্ষ আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিল্লির শিক্ষামন্ত্রী তথা আপ নেতা অতীশি আজ কেঁদে ফেলেন। দিল্লির একটি স্কুলে অতীশি বলেছেন, “আজ সত্যের জয় হয়েছে, দিল্লির ছাত্রদের জয় হয়েছে। দরিদ্র শিশুদের ভালো শিক্ষা দেওয়ার কারণে তাঁকে (মনীশ সিসোদিয়া) কারাগারে রাখা হয়েছিল।”

অতীশি আজ সুপ্রিম কোর্টের রায়কে “সত্যের জয়” বলে অভিহিত করেছেন। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের প্রায় ১৮ মাস পরে মনীশ সিসোদিয়ার জামিনমঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চের রায়ে উল্লেখ, উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই মনীশ সিসোদিয়াকে জেলবন্দি করে রাখা আসলে “বিচারের প্রতারণা”।

   

পরীক্ষা বাতিলের আবেদন খারিজ, NEET-PG হবে নির্ধারিত দিনেই, নির্দেশ সুপ্রিম কোর্টের

অতীশির দাবি, “তাঁকে (মনীশ সিসোদিয়া) একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি দিল্লির শিশুদের উজ্জ্বল ভবিষ্যত দিয়েছেন। আজ আমরা খুশি এবং এখন আমরা অপেক্ষা করছি যে, একইভাবে দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জেল থেকে বেরিয়ে আসবেন। এটাই বিজয়। জয় দিল্লির মানুষের।”

৩৩ ভারতীয় জেলে গ্রেফতার, ৪টি নৌকা বাজেয়াপ্ত করল শ্রীলঙ্কার নৌবাহিনী

দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা এনেছিল ইডি। ২০২৩ সালের ৯ মার্চ তাঁকে গ্রেফতার করে ইডি। আপের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছিল, রাজনৈতিক কারণে এই গ্রেফতার। গ্রেফতার হওয়ার দু’দিন দিন পর ২৮ ফেব্রুয়ারি দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন সিসোদিয়া।