Ashok Gahlot: হিন্দুত্বের ভাষণ দিয়ে নির্বাচন জিতেছে মোদী-বিজেপি

পাঁচ রাজ্যে বিজেপির ফলাফল নিয়ে এবার বিজেপি শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। চার রাজ্যের বিজেপির জয় হয়েছে কার্যত…

পাঁচ রাজ্যে বিজেপির ফলাফল নিয়ে এবার বিজেপি শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। চার রাজ্যের বিজেপির জয় হয়েছে কার্যত হিন্দুত্বের নাম নিয়ে, এরকম ভাষাতেই বিজেপিকে নিশানা করেছেন গেহলট।

গেহলট বলেন, “হিন্দুত্বের নামে মেরুকরণ করে অত্যন্ত চালাকির সঙ্গে নির্বাচনে জিতেছে বিজেপির। গোটা দেশেই পরিস্থিতি গুরুতর, ইউপিতে করোনাকে কীভাবে ম্যানেজ করা হয়েছিল, তা সাধারণ মানুষ জানেন।’ রাজস্থানে বুলডোজার চলছে বলে বিজেপি নেতাদের বক্তব্যের জবাবে গেহলট বলেন, বুলডোজার তাদের ওপর বা অন্য কারও উপর দিয়ে চলবে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বুলডোজার বাবার ছবিকে লক্ষ্য করে এগোন যোগী আদিত্যনাথ। রাজস্থানেও ৪টি রাজ্যে জিতে বুলডোজার মিছিল বের করেছিলেন বিজেপি নেতারা। গেহলট তাঁকে কটাক্ষ করেন। গেহলট বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেন, তাতে তিনি চালাকের মতো ভাষণ দেন। তিনি একটি পক্ষ হতে পারেন। প্রধানমন্ত্রী একটি চতুর পদ্ধতিতে একটি বক্তৃতা দেন। মানুষ দেখছে, প্রধানমন্ত্রী যদি কথা বলেন, তাহলে সত্য আসবেই। সুতরাং আসুন আমরা ধরে নিই। মানুষের কাছে সত্য তুলে ধরতে হবে। এখন প্রধানমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বদনাম করার অভিযোগ করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কী হাল হয়, তা দেখছে গোটা দেশ? আয়কর, ইডি, সিবিআইয়ের একতরফা অভিযান চলছে। এ নিয়ে বিরোধীদেরও বদনাম করছে তারা।

গেহলট বলেন, ‘আজ দেশে হিংসা ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আজ মেরুকরণ হচ্ছে, আমরা সবাই হিন্দু, কিন্তু হিন্দুত্বের নামে রাজনীতি হচ্ছে। আপনি চালাকি ভরা বক্তৃতা দিয়ে মেরুকরণ করে নির্বাচনে জয়লাভ করতে পারেন, কিন্তু সর্বোপরি, শান্তি ও সম্প্রীতি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশে ভালোবাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সহিংসতার পরিবেশ থাকবে না, অহিংসার পরিবেশ গ্রহণ করবে, তখন দেশ আরও এক ঐক্যবদ্ধ হবে। গেহলট ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা উল্লেখ করে ডান্ডি মার্চের বার্ষিকীতে শান্তির জন্য আবেদন করেছিলেন। গেহলট বলেন, ‘আজকের ডান্ডি মিছিল শান্তির বার্তা দেবে। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সারা বিশ্ব বলছে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’