সপ্তাহান্তে সস্তা হল সোনা-রুপো? জানুন কলকাতায় ২৪ ক্যারটের রেট

সপ্তাহান্তে ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বড়সড় চমক লক্ষ্য করা গেল। আজ শনিবার ১০ আগস্ট আপনারও যদি সোনা বা রুপো কেনার…

সপ্তাহান্তে ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বড়সড় চমক লক্ষ্য করা গেল। আজ শনিবার ১০ আগস্ট আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা হয়ে থাকে তাহলে কেনার আগে জেনে নিন রেট।

বিগত বেশ কিছু সপ্তাহ ধরে সোনা ও রুপোর দামে ব্যাপক ওঠানামা করছে। এরপর কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকে এই দুই ধাতুর দাম ক্রমাগত কমতে থাকে, যে কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ। তবে আজ কি সোনা বা রুপোর দাম কমল নাকি বাড়ল সে ব্যাপারে কিছু জানেন? যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন রেট।

   

জানলে অবাক হবেন, আজ শনিবার সপ্তাহান্তে সোনার দাম খানিকটা হলেও বেড়েছে। তবে রুপোর দাম বাড়েনি, বরং অনেকটাই কমেছে। জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৪,৪৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৪৪,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। আজ শহরে ৮ গ্রামের দাম ২২ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭০৩১ টাকায়। ৮ গ্রামের দাম ১৭৬ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৬,২৪৮, ১০ গ্রামের দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭০,৩১০ টাকায় এবং ১০০ গ্রামের দাম ২২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,০৩,১০০ টাকায়।

এবার জেনে নিন ১৮ ক্যারটের রেট। তিলোত্তমায় ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১৬০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫২,৭৩০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১৬০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,২৭,৩০০ টাকায়। আজ সোনার দাম বাড়লেও রুপোর দাম কিন্তু বাড়েনি।

বরং রুপোর দাম কমে গিয়েছে বেশ খানিকটা। জানা গিয়েছে, ১০০ গ্রাম রুপোর দা ৪৯০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৩১০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৪৯০০ টাকা অবধি বিক্রি হচ্ছে ৮৩,১০০ টাকায়।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।