Mohun Bagan : বাগান কর্তাদের প্রস্তাবে রাজি হলেন মুখ্যমন্ত্রী

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশীষ দত্ত। সঙ্গে গিয়েছিলেন ক্লাবের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ। জানা গিয়েছে,…

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশীষ দত্ত। সঙ্গে গিয়েছিলেন ক্লাবের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ। জানা গিয়েছে, মোহনবাগান কর্তাদের প্রস্তাবে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন নবান্নে গিয়েছিলেন মোহনবাগানের দুই কর্তা। সংবাদ মাধ্যমে দেবাশীষ দত্ত জানিয়েছেন, বাগান তাঁবু সংস্কারের জন্য আর্থিক সাহায্য করেছিল সরকার। সেই তাঁবুর উদ্বোধন হবে এবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিক সূচনা করাতে চাইছেন সবুজ মেরুন কর্তারা। মুখ্যমন্ত্রী তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে ।

অন্য দিকে মোহনবাগান সহ সভাপতি এবং সভাপতি পদ নির্বাচনকে কেন্দ্র করে এমনতিতেই নানান সমীকরণ ঘুরপাক খাচ্ছে কলকাতা ময়দানে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঘটনায় জল্পনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

বাগানের সভাপতি পদ এখনও খালি রয়েছে। এই আসনে কে বসবেন সেই নিয়ে আলোচনা অধিক। একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্বের নাম নিয়ে চলছে কানাঘুষো। কান পাতলেন শোনা যাচ্ছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার নামও ।

দেবাশীষ দত্ত নির্বাচিত হওয়ার পর মোহনবাগান ফ্যান বেসের একটা বড় অংশ রিমুভ এটিকে স্লোগান আরও চড়িয়েছে। আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বাগান সচিব জানিয়েছিলেন তিনি বিষয়টি দেখছেন।