Purba Bardhaman: ‘গিয়াসউদ্দিন এমন নয় আলিয়া উপাচার্যকে জেরা করুন’

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর কক্ষের মধ্যে ঘিরে রেখে গালাগালি করা ও মার ধরের হুমকি দিয়ে ধৃত গিয়াসউদ্দিনের পাশ থেকে সরে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে…

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর কক্ষের মধ্যে ঘিরে রেখে গালাগালি করা ও মার ধরের হুমকি দিয়ে ধৃত গিয়াসউদ্দিনের পাশ থেকে সরে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে গিয়াসউদ্দিনের বাবা থাকলেন ছেলের পাশে। তিনি দাবি করেছেন, ছেলেকে ফাঁসানো হয়েছে। গিয়াসউদ্দিন মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মন্তেশ্বরের কুলুট গ্রামে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে চরম লাঞ্ছিত করে গিয়াসউদ্দিন ও আরও কয়েকজন। সেই ভিডিও ভাইরাল হবার পর রাজ্য জুড়ে আলোড়ন ছড়ায়। পরে গিয়াসউদ্দিনকে গ্রেফতার করা হয়।

এদিকে ভিডিও দেখে মন্তেশ্বরের কুলুট গ্রামে চাঞ্চল্য ছড়ায়। এলাকার যুবক গিয়াসউদ্দিনকে সেই ভিডিওতে হুমকি দিতে দেখা গিয়েছে। গিয়াসউদ্দিনের বাবা মহাবাব মন্ডলের অভিযোগ, ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে একজন প্রতিবাদী। তার মুখোমুখি উপাচার্যকে বসিয়ে জেরা করা হোক।

অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহম্মদ আলিকে হেনস্থার ঘটনায় প্রকাশ্যে আসছে একের পর এক অডিয়ো টেপ। সোমবার পড়ু়য়াদের তরফে তেমনই একটি টেপ প্রকাশ করা হয়। অভিযোগ, উপাচার্য নিগ্রহের ঘটনা পূর্বপরিকল্পিত। পুলিশের নিষ্ক্রিয়তার পিছনে দুই মন্ত্রীর হাত রয়েছে। ফাঁস হওয়া অডিওতে ‘গোলাম রব্বানি’ ও ‘ববি দা’ নাম বলতে শোনা যাচ্ছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, ঘটনার দিন তিনি বারবার পুলিশকে ফোন করেও সাহায্য পাননি।

এদিকে মন্তেশ্বর থেকে গিয়াসের বাবা মাহাবাব মণ্ডল জানান, গিয়াসউদ্দিন প্রাথমিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর রানিং পার্টির সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়ে। তিনি যদিও সরাসরি টিএমসির নাম মুখে আনেননি। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, গিয়াসউদ্দিনের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

মাহাবাব মণ্ডলের দাবি, ছেলে প্রতিবাদী। তাতে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর কক্ষের মধ্যে ঘিরে রেখে গালাগালি করা ও মার ধরের হুমকি দিয়ে ধৃত গিয়াসউদ্দিনের পাশ থেকে সরে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে গিয়াসউদ্দিনের বাবা থাকলেন ছেলের পাশে। তিনি দাবি করেছেন, ছেলেকে ফাঁসানো হয়েছে। গিয়াসউদ্দিন মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মন্তেশ্বরের কুলুট গ্রামে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে চরম লাঞ্ছিত করে গিয়াসউদ্দিন ও আরও কয়েকজন। সেই ভিডিও ভাইরাল হবার পর রাজ্য জুড়ে আলোড়ন ছড়ায়। পরে গিয়াসউদ্দিনকে গ্রেফতার করা হয়।

এদিকে ভিডিও দেখে মন্তেশ্বরের কুলুট গ্রামে চাঞ্চল্য ছড়ায়। এলাকার যুবক গিয়াসউদ্দিনকে সেই ভিডিওতে হুমকি দিতে দেখা গিয়েছে। গিয়াসউদ্দিনের বাবা মহাবাব মন্ডলের অভিযোগ, ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে একজন প্রতিবাদী। তার মুখোমুখি উপাচার্যকে বসিয়ে জেরা করা হোক।

অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহম্মদ আলিকে হেনস্থার ঘটনায় প্রকাশ্যে আসছে একের পর এক অডিয়ো টেপ। সোমবার পড়ু়য়াদের তরফে তেমনই একটি টেপ প্রকাশ করা হয়। অভিযোগ, উপাচার্য নিগ্রহের ঘটনা পূর্বপরিকল্পিত। পুলিশের নিষ্ক্রিয়তার পিছনে দুই মন্ত্রীর হাত রয়েছে। ফাঁস হওয়া অডিওতে ‘গোলাম রব্বানি’ ও ‘ববি দা’ নাম বলতে শোনা যাচ্ছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, ঘটনার দিন তিনি বারবার পুলিশকে ফোন করেও সাহায্য পাননি।

এদিকে মন্তেশ্বর থেকে গিয়াসের বাবা মাহাবাব মণ্ডল জানান, গিয়াসউদ্দিন প্রাথমিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর রানিং পার্টির সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়ে। তিনি যদিও সরাসরি টিএমসির নাম মুখে আনেননি। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, গিয়াসউদ্দিনের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

মাহাবাব মণ্ডলের দাবি, ছেলে প্রতিবাদী। তাতে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।