East Bengal coach: চেন্নাইয়িনের কাছে হেরে গিয়ে বিস্ফোরক মন্তব্য কনস্টাটাইনের

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) এখনও জয় পায়নি। গত শুক্রবার চেন্নাইয়িন এফসির কাছে ১-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল…

East Bengal coach Constantine

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) এখনও জয় পায়নি। গত শুক্রবার চেন্নাইয়িন এফসির কাছে ১-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল এফসি। এই হারের ধাক্কায় লাল হলুদ ভক্তরা ফুঁসছে, ঠিক এই সময়ে দাঁড়িয়ে উল্টো স্রোতে হেটে বিস্ফোরক মন্তব্য ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের।

খেলা শেষে সাংবাদিকদের সামনে কনস্টাটাইন অত্যন্ত নির্লিপ্ত ভাবে বলেন,”আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে,আতঙ্কিত হওয়ার কিছু নেই।”সঙ্গে ক্লেইটন সিলভাদের হেডস্যার স্টিফেন কনস্টাটাইন লাল হলুদ ভক্তদের নিশানা করে বলেন,”ধৈর্য ধরতে হবে এবং খেলোয়াড়দের সময় দিতে হবে।”

চলতি ISL টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। সেশনের একমাত্র জয় এসেছে গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ISL টাইটেলশিপে টানা দু মরসুমে ইস্টবেঙ্গল শেষ ধাপে নিজেদের অভিযান শেষ করেছে, ‘লাস্ট বয়ে’র তকমা নিয়ে।

২০২২-২৩ ফুটবল সেশনের শুরু থেকেই ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইন বুলি আওড়ে চলেছেন,এটা নতুন টিম,নতুন সেট আপ।সমর্থকদের ধৈহ্য ধরতে হবে উন্নতির জন্য। প্রতি ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কনস্টাটাইন বলে আসছেন,টিম উন্নতি করছে,ভালো খেলছে,শুধু গোলটাই করতে পারছে না। অত্যন্ত নির্লিপ্ত এবং নিলর্জ্জের মতো ইস্টবেঙ্গলের বৃটিশ কোচ স্টিফেন কনস্টাটাইন কাকাতুয়ার মতো বুলি আউড়ে চলেছেন,যা বড়সড় ঝড়ের পূর্বাভাষ।