Weather forecast: ফের পারা পতন সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

সবেমাত্র শুরু হয়েছে নভেম্বর।সিত্রাং এর পর থেকেই ক্রমশ পারা পতন ঘটেছে বঙ্গে। রাতের দিকে ও ভোরের দিকে শীতের শিরশিরানি অনুভব হলেও এখনই পড়ছে না জাঁকিয়ে…

সবেমাত্র শুরু হয়েছে নভেম্বর।সিত্রাং এর পর থেকেই ক্রমশ পারা পতন ঘটেছে বঙ্গে। রাতের দিকে ও ভোরের দিকে শীতের শিরশিরানি অনুভব হলেও এখনই পড়ছে না জাঁকিয়ে শীত। এক দশকের শীতলতম অক্টোবর ইতিমধ্যেই অনুভব করেছে বঙ্গবাসী। তবে আবহাওয়া (weather) দফতর সূত্রে খবর, নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা বেশ কিছুটা কমে পুরোপুরিভাবে শীতের আমেজ মিলতে পারে।

ভোরের দিকে আকাশ কিছুটা মেঘলা মনে হলেও বেলা বাড়ার সাথে সাথে কলকাতার আকাশ রৌদ্রজ্জ্বল ও পরিষ্কার। আপাতত কোন সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। তবে ক্রমেই যেভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমছে তার ফলে মোটের উপর আবহাওয়া শুষ্ক প্রকৃতিরই থাকবে। রাতে ও সকালের দিকে শীতের আমেজ মিললেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া স্বাভাবিক হবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ -৭২ শতাংশের মধ্যে থাকবে। সর্বোচ্চ আর্দ্রতা কোথাও কোথাও ৯৬ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহের ফের বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে। নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বঙ্গে। প্রসঙ্গত চলতি বছরের জুনের পর জুলাই পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে দক্ষিণবঙ্গ। যদিও অগাস্টের শুরুতে ছবিটা কিছুটা হল পাল্টে ছিল এবং তার পরই সেপ্টেম্বরে একাধিক নিম্নচাপের ফলে দুর্গাপুজো কালী পূজা বিভিন্ন উৎসবে মৌসুমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। সিত্রাং এর প্রভাবে বেশ কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছিল বঙ্গে। আবারও নিম্নচাপ নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। অন্যান্য বছর যেখানে নভেম্বর ডিসেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে সেখানে ফের বৃষ্টির সম্ভাবনা। চলতি বছরে বৃষ্টির ঘাটতি হয়েছিল তবে কি তা কানায় কানায় পূর্ণ হতে চলেছে বছরের শেষ দিকে এসে?

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৭ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলায় প্রায় শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকবে। তারপর দার্জিলিং ও কালিম্পং এর একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল ও রাতের মধ্যে খুব একটা তাপমাত্রার পার্থক্য থাকবে না।