লাল-হলুদ বধ, মরসুমের প্রথম ট্রফি জিতল মোহনবাগান

লখনউয়ে ডার্বি (Lucknow derby) জয়। মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ছোটরা। যা নিয়ে খুশির আমেজ বাগান সমর্থকদের মধ্যে। পূর্ব নির্ধারিত…

Mohun Bagan Defeats East Bengal to Clinch Derby

লখনউয়ে ডার্বি (Lucknow derby) জয়। মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ছোটরা। যা নিয়ে খুশির আমেজ বাগান সমর্থকদের মধ্যে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে কেডি সিং বাবু স্টেডিয়ামে চিফ মিনিস্টার ট্রফির ম্যাচ খেলতে নেমেছিল দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল থাকায় পরবর্তীতে খেলা চলে যায় টাইব্রেকারে।

সেখানেই ৩-২ গোলের ব্যবধানে খেতাব নিশ্চিত করে ডেগি কার্ডোজোর ছেলেরা। উল্লেখ্য, ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট দেখাতে শুরু করেছিল বাগান ব্রিগেড। ম্যাচের একেবারে প্রথমেই লাল-হলুদ গোলে বল ঠেলে দিলেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় সেটি। কিন্তু তবুও গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি সালাউদ্দিন আদনানদের। ম্যাচের ঠিক ১৯ মিনিটের মাথায় ভাসানো বল লক্ষ্য শট নেন সুহেল ভাট। সেখান থেকেই আসে গোল। জবাবে একাধিকবার প্রতি আক্রমণে উঠলেও গোলের মুখ খুলতে পারেনি পিভি বিষ্ণুরা।

   

যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়াতে থাকে আমন সিংরা। তবে সুযোগ বুঝেই ম্যাচের ৭১ মিনিটের মাথায় গোল করে যান মহম্মদ আশিক। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। অতিরিক্ত সময়ের পরেও বদলায়নি পরিস্থিতি। স্বাভাবিকভাবেই টাইব্রেকারের মধ্যে দিয়ে ঘটে যায় ম্যাচের নিষ্পত্তি।

সেখানেও প্রথম থেকেই পাল্লা ভারী ছিল বাগান ব্রিগেডের। একের পর এক শট বাইরে মারতে থাকেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্রের অনবদ্য পারফরম্যান্সে অনেকক্ষণ লড়াইয়ে টিকে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় মশাল ব্রিগেডকে।