আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL Football Tournament)। যেখানে প্রথম ম্যাচেই খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি। গতবছর টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল এই দুই দল। যেখানে শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য পেয়েছিল মুম্বাই সিটি। এবার সেই ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। বর্তমানে এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের।
তবে এসবের মাঝেই এবার উঠে আসলো এক নয়া তথ্য। নয়া সিজনের জন্য টাইটেল স্পনসর পেয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ। হ্যাঁ ঠিকই শুনেছেন। আগত ফুটবল মরসুমের জন্য দেশের এই প্রথম ডিভিশন লিগের প্রধান স্পনসর হতে চলেছে “নন্দিনী” গ্ৰুপ। যারফলে নয়া আইএসএল ট্রফিতে উল্লেখ থাকতে দেখা যাবে কর্নাটকের এই মিল্ক ফেডারেশনের নাম।
আইএসএলের সঙ্গে এই লগ্নিকারী সংস্থা যুক্ত হওয়ার ফলে বাড়তে চলেছে এই টুর্নামেন্টের জৌলুস। তা নিঃসন্দেহে বলাই চলে। পূর্বে এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত ছিল হিরো মোটো কর্প। বহু বছর ইন্ডিয়ান সুপার লিগের টাইটেল স্পনসর হিসেবে থাকলেও গত মরসুম থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি। একাধিক সমস্যা দেখা দেওয়ায় ফলে এই ফুটবল লিগ থেকে নিষ্ক্রিয় হয়ে যায় হিরো মোটো কর্প।
যারফলে টাইটেল স্পনসর ছাড়াই এক মরসুম আয়োজিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। তবুও কমেনি জনপ্রিয়তা। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের সকল ফুটবলপ্রেমীদের মনে স্থান করে নিতে থাকে এই লিগ। এবার নয়া সিজনে যুক্ত হতে চলেছে ময়দানের আরেক প্রধান। তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের উপস্থিতিতে আরও জনপ্রিয় হয়ে উঠবে আইএসএল।