ISL: আইএসএল ফাইনালের টিকিট সংক্রান্ত বড়সড় আপডেট প্রকাশ্যে

131
ISL final match tickets
Advertisements

হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ফাইনাল ম্যাচ হবে গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এই জবরদস্ত লড়াইটি হবে ১৮ মার্চ, শনিবার। সরকারি ভাবে এই ঘোষণা করা হয়েছে৷ সঠিক ও সুষ্ঠভাবে অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠ ও উন্নত পরিকাঠামোর জেরেই ফাইনালের গোয়ার মাঠকে বেছে নেওয়া হয়েছে৷

একই সঙ্গে আয়োজকদের পক্ষে ফাইনালের টিকিট সংক্রান্ত আপডেটও হয়েছে৷ ফুটবলপ্রেমীরা এই ফাইনাল দেখার জন্য অনলাইন টিকিট বুক করতে পারবেন ৫ মার্চ থেকে৷ অনলাইনে টিকিট পাওয়া যাবে BookMyShow.com এ। এই ফাইনালকে কেন্দ্র করেই গোয়ায় ওই সময় হবে এক ফুটবল কার্নিভাল৷ তাতে ফুটবলপ্রেমীরা সপরিবার অংশ নিতে পারবেন এবং ফুটবলের যাবতীয় আনন্দ উপভোগ করতে পারবেন। শুধু গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ দেখা নয়, তার বাইরেও নানা রকমের বিনোদনের ব্যবস্থা থাকবে ফুটবলপ্রেমীরা ও তাদের পরিবারের জন্য। সব মিলিয়ে হিরো আইএসএল ফাইনাল দেখতে গিয়ে গোয়ায় ছোটখাটো এক বেড়ানোরও পরিকল্পনা করে ফেলতে পারেন।

Advertisements

Advertisements

এই বারের হিরো আইএসএলে প্লে-অফের লড়াই তুমুল জমে ওঠে বেশিরভাগ দল সেই দৌড়ে অংশ নেওয়ায়। অবশেষে লিগের ২১তম সপ্তাহের পরে লিগশিল্ড জয় করে নেয় মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স প্লে-অফে তাদের জায়গা পাকা করে ফেলেছে। শেষ স্থানটির জন্য আপাতত লড়াই ওডিশা এফসি ও এফসি গোয়ার মধ্যে। গোয়ার দল প্লে-অফে উঠুক বা না উঠুক, সেখানকার ফুটবলপ্রেমীরা তা জানার আগেই পেয়ে গেল আর এক খুশির খবর।

হিরো আইএসএলের প্লে-অফ পর্ব শুরু হতে চলেছে ৩ মার্চ থেকে। দু’টি নক আউট, চারটি সেমিফাইনালের পর ফাইনালের লড়াই হবে ১৮ মার্চ।

Advertisements