জাপানের বিরুদ্ধে চার গোল খাওয়া জার্মানির কাছে পরাজিত ফ্রান্স

জার্মানরা পরিচিত তাদের লড়াকু মানসিকতার জন্য। ব্যাকফুটে চলে যাওয়ার পরেও তাদের নাছোড় মনোভাব ফুটবল মহলে পরিচিত।

France vs Germany

জার্মানরা পরিচিত তাদের লড়াকু মানসিকতার জন্য। ব্যাকফুটে চলে যাওয়ার পরেও তাদের নাছোড় মনোভাব ফুটবল মহলে পরিচিত। জাপানের বিরুদ্ধে পরাজিত হওয়ার পরেও প্রাক্তন বিশ্বকাপ জয়ী দেশ ঠিকই উঠে দাঁড়াবে বলে বিশ্বাস রেখেছিলেন ফুটবল প্রেমীরা। উঠে দাঁড়িয়েছে জার্মানি । জাপানের বিরুদ্ধে চার গোল হজম করা ম্যাচের পরেই ফ্রান্সকে পরাজিত করলেন টমাস মুলাররা ।

জাপানের বিরুদ্ধে ৪-১ গোল পরাজিত হওয়ায় পর জার্মানির প্রধান কোচের পদ থেকে চাকরি খুইয়েছেন হ্যান্সি ফ্লিক। জার্মানি আপাতত প্রধান কোচ বিহীন। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন এইচ উলফ । নতুন কোচ নিয়োগ হওয়ার আগে নিজেদের নতুন করে মেলে ধরলেন আন্দ্রে টার স্টেগানরা। ২-১ গোল ফ্রান্সের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে তারা। দিদিয়ের দেশঁর ছেলেরা ভালো খেললেও ম্যাচে লিড নিতে পারেনি ফ্রান্স।

   

সোমবারের এই ম্যাচে ছিলেন কিকিয়ান এমবাপে। মাঠের ধারে বসে খেলা দেখেছেন তিনি। এমবাপেকে ছাড়া জার্মানির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন স্কোয়াডের বাকি তারকারা। খেলা তৈরি করা থেকে আক্রমণ গড়া, প্রতি ক্ষেত্রেই দুই দলের পরিসংখ্যান রয়েছে প্রায় সমানে সমানে। ম্যাচের প্রথমেই গোল তুলে নিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল জার্মানি। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন টমাস ফুলার। এরপর ম্যাচের অধিকাংশ সময়ে হয়েছে টানটান লড়াই।

রক্ষণে একটু বদল এনেছিলেন উলফ। কাজ হয়েছে তাতে। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত থিও হার্নান্দেজদের গতি কিছুটা রুদ্ধ রাখতে পেরেছিল জার্মানি। বিরতির পর প্রতিপক্ষের ওপর আরও চাপ বাড়িয়েছিল ফ্রান্স। ওসুমান দেম্বেলে দর্শকদের উপহার দিলেন উপভোগ্য কিছু মুহূর্ত। ফোফানার সঙ্গে পাস খেলে একাধিকবার আক্রমণ গড়ার চেষ্টা করেছেন এমবাপের ক্লাব সতীর্থ। ফ্রান্সের চাপ যখন তুঙ্গে ঠিক তখন আরও একটি গোল জার্মানির।

ম্যাচের বয়স তখন ৮৭ মিনিট। একটি ভুল পাস থেকে আক্রমণ শুরু করে জার্মানি। ফ্রান্সের জালে বল জড়াতে ভুল করেননি লিরয় সানে। মিনিট দুই যেতে না যেতেই সিগনাল পার্কে আবার গোল। এবার ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান গ্রিজম্যান। এরপর আর গোল হয়নি। জার্মানির পক্ষে ২-১ গোল ম্যাচ শেষ হয়েছে ।