Mohun Bagan: কেরালাকে হারিয়ে শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান

এবার ও দুরন্ত ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। দ্বিতীয় লেগের শুরুতে চিরপ্রতিবন্ধী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে ড্র করতে হলেও পরের ম্যাচ থেকেই জয়ে ফিরেছিল…

Mohun Bagan, Kerala Blasters

এবার ও দুরন্ত ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। দ্বিতীয় লেগের শুরুতে চিরপ্রতিবন্ধী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে ড্র করতে হলেও পরের ম্যাচ থেকেই জয়ে ফিরেছিল দল। সেই ছন্দই এখনো বজায় রয়েছে মেরিনার্সদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার অ্যাওয়ে ম্যাচ খেলতে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের মুখোমুখি হয়েছিল শুভাশিসরা।

নির্ধারিত সময়ের শেষে ৪-২ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল কলকাতা ময়দানের এই প্রধান। সবুজ-মেরুন জার্সিতে আজ জোড়া গোল পান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু, দীপক টাংড়ি এবং অজি বিশ্বকাপার জেসান কামিন্স। অন্যদিকে, কেরালা দলের জার্সিতে গোল পান ভিবিন মহানন, এবং জোড়া গোল পান ডায়ামান্টাকোস।

বলাবাহুল্য, আজকের এই ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বাগান ফুটবলার আর্মান্দো সাদিকু। তারপর কিছুটা চাপে পড়ে গিয়েছিল প্রীতমরা। তবে প্রতি আক্রমণে উঠে আসতে ছাড়েনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু কোনভাবেই ম্যাচে ফেলা সম্ভব হচ্ছিল না কেরালার। প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে নিয়ে এগিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান।

তবে দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় আনেন মহানন। কিন্তু কিছুক্ষণ পরেই ফের গোল করে দলকে এগিয়ে দেন বাগানের দাপুটে ফুটবলার সাদিকু। কিন্তু তারপর ফের আক্রমণ থেকে গোল তুলে নেয় কেরালা। বিশাল কাইথকে পরাজিত করে বল জালে জড়িয়ে দেন ডায়মান্টাকোস। সময় যত এগিয়েছে আক্রমণ প্রতি আক্রমনে উঠেছে দুই দল।

গোল করে ফের বাগান ব্রিগেডকে এগিয়ে দিয়েছে দিয়েছেন দীপক টাংড়ি। তা শোধ করতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা যায় দক্ষিণের ফুটবল ক্লাবের। আক্রমণে উঠতে গিয়েই কিছুটা অসাবধানতা দেখা দেয় প্রতিপক্ষ দলের মধ্যে। তার সুযোগ নিয়ে ফের গোল করে যায় মোহনবাগান। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ডায়মান্টাকোস ব্যবধান কমালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তবে কেরালা দলের অনবদ্য লড়াই মন জিতে নিয়েছে সমর্থকদের।