East Bengal: কেরালা ব্লাস্টার্সের এই দাপুটে ফুটবলারের দিকে নজর লাল-হলুদের

বহু প্রতীক্ষার পর সুপার কাপ ঘরে এসেছে লাল-হলুদের (East Bengal))। যা নিয়ে খুশি দলের সমর্থকরা। এই খেতাব জয়ের ফলে আবারও আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ এসেছে…

east bengal fan

বহু প্রতীক্ষার পর সুপার কাপ ঘরে এসেছে লাল-হলুদের (East Bengal))। যা নিয়ে খুশি দলের সমর্থকরা। এই খেতাব জয়ের ফলে আবারও আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ এসেছে তাদের কাছে। তবে ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে কিছুতেই নিজেদের মেলে ধরতে পারছে না কলকাতা ময়দানের এই প্রধান। প্রথম লেগে হোক কিংবা দ্বিতীয় লেগ। সব ক্ষেত্রেই একেবারে তথৈবচ অবস্থা।

বর্তমানে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত ম্যাচে তারা পরাজিত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে। এই পরাজয়ের ফলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে দল। তবে এখনো পর্যন্ত প্লে-অফের আশা রাখছেন দলের কোচ কার্লোস কুয়াদ্রাত।

বর্তমানে যা পরিস্থিতি তাতে পরবর্তী পর্যায়ে যেতে গেলে আসন্ন কেরালা ম্যাচ থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা বেঙ্গালুরু, সকলের বিপক্ষেই জয় পেতে হবে মশাল ব্রিগেডকে। কাজটা যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই বুঝতে পারছে ম্যানেজমেন্ট। তবুও খেলোয়াড়দের দিকেই তাকিয়ে সকলে। এই সময়ে দলের যে পারফরম্যান্স তাতে আদৌ আগামী ম্যাচ গুলি কতটা সহজ হবে তাদের কাছে সেই নিয়ে ও যথেষ্ট চিন্তায় রয়েছে দলের সমর্থকরা। এসবের মাঝেই নতুন মরশুমের জন্য বিদেশী নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

যতদূর জানা গিয়েছে, এক্ষেত্রে নাকি ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের দিকে নজর পড়েছে তাদের। সেই দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের দিকে নজর পড়েছে তাদের। বলাবাহুল্য, এবারের এই গ্ৰীক ফুটবলারের হাত ধরেই একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণের এই ফুটবল দল। এবার তার সাথেই হয়ত কথাবার্তা শুরু করতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধান দল।