East Bengal FC: মিনি ডার্বিতে নজর কাড়লেন উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের দেবব্রত

শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ যুব টুর্নামেন্ট। কলকাতা থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে চার ক্লাব। মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল (East Bengal FC), মহামেডান স্পোর্টিং ক্লাব ও…

Debabrata Roy Chowdhury East Bengal FC

শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ যুব টুর্নামেন্ট। কলকাতা থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে চার ক্লাব। মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল (East Bengal FC), মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইউনাইটেড স্পোর্টস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিলেন মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। পরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। ম্যাচে নজর কেড়েছেন দেবব্রত রায় চৌধুরী (Uttarpara Netaji Brigade student Debabrata Roy Chowdhury), তিনি উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের ছাত্র।

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা?  

যুব লীগের ম্যাচ হলেও ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ মানে ডার্বি, মিনি ডার্বি। কলকাতার বড় ক্লাবের জার্সি পরে মাঠে নামা গৌরবের ব্যাপার। সবাই বড় দলের চাপ সামলাতে পারেন না। বিশেষত গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে। দেবব্রত রায় চৌধুরী প্রতিযোগিতার প্রথম ম্যাচেই লাল হলুদ শিবিরের হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। রাইট ব্যাক পজিশনের ফুটবলার দেবব্রত ইস্টবেঙ্গলের জয়ের অন্যতম কারিগর।

আরও পড়ুন:  Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’

ডিফেন্সের পাশপাশি কিছু ওভার ল্যাপ দৌড়ের মাধ্যমে আক্রমণে জোর বাড়িয়েছিলেন দেবব্রত রায় চৌধুরী। এর আগেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের একাধিক প্লেয়ার। এবারের কলকাতা ফুটবল লীগে ব্রিগেডের বেশ কয়েকজন ফুটবলার নজর কেড়েছিলেন। জাতীয় ইয়ুথ লীগেও নিজের নামের প্রতি সুবিচার করছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড।

আরও পড়ুন:  Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা

অনূর্ধ্ব ১৭ লীগের এই ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে গোল করেছেন আশিষ, অজয় ও গুরনাজ। বিরতি পর্যন্ত স্কোরলাইন ছিল ২-২। পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন গুরনাজ।